For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সৌরভ থাকলে হয়তো কুম্বলেকে যেতে হতো না', বললেন বিনোদ রাই


 সাধ্যমতো চেষ্টা করেছেন। তা সত্ত্বেও ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দলের তৎকালীন হেড কোচ অনিল কুম্বলের সংঘাতের নিষ্পত্তি তিনি ঘটাতে পারেননি বলে স্বীকার করেছেন বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের

  • |
Google Oneindia Bengali News

সাধ্যমতো চেষ্টা করেছেন। তা সত্ত্বেও ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দলের তৎকালীন হেড কোচ অনিল কুম্বলের সংঘাতের নিষ্পত্তি তিনি ঘটাতে পারেননি বলে স্বীকার করেছেন বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদ্য প্রাক্তন প্রধান বিনোদ রাই। এখানেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি প্রয়োজন ছিল বলেই মনে করেন তিনি। এ ব্যাপারে আর কী বললেন রাই, জেনে নিন।

কার্ফু

কার্ফু

জম্মু ও কাশ্মীরে কার্ফু ৫১ তম দিনে পড়ল। এখনও থমথমে শ্রীনগর।

 অস্থির ২০১৭

অস্থির ২০১৭

টিম ইন্ডিয়ার তৎকালীন কোচ তথা ভারতের স্পিন লেজেন্ড অনিল কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির সংঘাত স্পষ্ট হয়। সেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। দূরত্ব এতটাই বেড়ে যায় যে পদ ছাড়তে বাধ্য হন টিম ইন্ডিয়ার তৎকালীন কোচ কুম্বলে।

টাকা দিয়ে সজ্জা

টাকা দিয়ে সজ্জা

ভারতের সফল তিনি অলিম্পিক অ্যাথলিট পি ভি সিন্ঝু, সাক্ষী মালিক, দীপা কর্মকার এবং সিন্ধুর কোচ গোপীচাঁদকে সংবর্ধনা জানালেন ক্রিকেট তারকা শচিন তেন্ডুলকর। একসঙ্গে তুললেন সেলফিও।

কুম্বলে থাকুক চেয়েছিলেন রাই

কুম্বলে থাকুক চেয়েছিলেন রাই

২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সময়ই টিম ইন্ডিয়ার হেড কোচ অনিল কুম্বলের সঙ্গে বিরাট কোহলির দ্বন্দ্ব চরমে ওঠে। তিনি সেই বিতর্ক সমাধানের প্রাণপন চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদ্য প্রাক্তন প্রধান বিনোদ রাই। তাঁর কথায়, তিনি চেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব থাকুক অনিল কুম্বলের হাতেই। তবে শেষ পর্যন্ত নিজেই টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে সরে দাঁড়ান জাম্বো।

দেওয়াল ভেঙে মৃত

দেওয়াল ভেঙে মৃত

দিল্লির নিহাল বিহারে পুরনো বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।

সচিন-সৌরভকে বলেছিলেন রাই

সচিন-সৌরভকে বলেছিলেন রাই

২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় ইংল্যান্ডেই ছিলেন বিসিসিআই-র তৎকালীন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর প্রধান বিনোদ রাই। সেখানেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও হেড কোচের সংঘাত নিয়ে তিনি সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির তৎকালীন সদস্য) সঙ্গে কথা বলেছিলেন বলে জানিয়েছেন রাই। ভারতীয় ক্রিকেটের দুই রথিকে সেদিন অনিল কুম্বলে ও বিরাট কোহলির সঙ্গে কথা বলার জন্য তিনি অনুরোধ করেছিলেন বলেও জানিয়েছেন রাই। তিনি নিজেও ফোনে কুম্বলে ও কোহলির সঙ্গে একাধিকবার কথা বলেছিলেন বলেও দাবি প্রাক্তন সিওএ প্রধানের। তবু কঠিন পরিণতি তিনি আটকাতে পারেননি বলেই আপসোস করেছেন বিনোদ রাই।

সেলফি

সেলফি

ভারতের সফল তিনি অলিম্পিক অ্যাথলিট পি ভি সিন্ঝু, সাক্ষী মালিক, দীপা কর্মকার এবং সিন্ধুর কোচ গোপীচাঁদকে সংবর্ধনা জানালেন ক্রিকেট তারকা শচিন তেন্ডুলকর। একসঙ্গে তুললেন সেলফিও।

যদি সৌরভ থাকতেন

যদি সৌরভ থাকতেন

যদি তখন বিসিসিআই-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থাকতেন, তবে ওই বিতর্ক থামতো বলেই বিশ্বাস করেন বিনোদ রাই। তাঁর কথায়, দীর্ঘদিন একসঙ্গে খেলার সৌজন্যে অনিল কুম্বলেকে কাছ থেকে চেনেন সৌরভ। একই সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বোঝাতেও মহারাজের খুব একটা কাঠখড় পোড়াতে হতো না বলেই মনে করেন প্রাক্তন সিওএ প্রধানের।

কুম্বলেকে শ্রদ্ধা

কুম্বলেকে শ্রদ্ধা

২০১৭ সালে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতে টিম ইন্ডিয়ার হেড কোচের পদ ছেড়েছিলেন অনিল কুম্বলে। ভারতের লেজেন্ডারি স্পিনারের সেই সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেই জানিয়েছেন বিনোদ রাই।

English summary
Vinod Rai speaks about Anil Kumble-Virat Kohli's rift
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X