For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবার উপরে কোহলি, আর সবাই কাঁধেরও নিচে! ভারত অধিনায়ককে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী সাঙ্গাকারার

শ্রীলংকার প্রাক্তন ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা বলেছেন, বিরাট কোহলি তার সমসাময়িকদের থেকে অনেক এগিয়ে আছেন।

  • |
Google Oneindia Bengali News

নিঃসন্দেহে একদিনের ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন শ্রীলঙ্কার প্রাক্তন উফইকেট রক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। সেই তিনিই প্রশংসায় মাতলেন বিরাচট কোহলির। তাঁর মতে বিরাট যে শুধু এই সময়ের সেরা ব্যাটসম্যান তাই নয়, ভবিষ্যতে ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন হয়ে উঠবেন ভারত অধিনায়ক।

সবার উপরে কোহলি, আর সবাই কাঁধেরও নিচে

২০১৮ সালের আগে পর্যন্ত বিশ্বক্রিকেটে ফ্যাব ফোর হিসেবে বিরাটের সঙ্গে এক ব্র্যাকেটে ধরা হত কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন, ইংরেজ ব্যাটসম্যান জো রুট ও প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথকে। কিন্তু ২০১৮ সালে অভাবনীয় পারফরম্যান্সের জোরে তিনি বাকিদের অনেক পিছনে ফেলে দিয়েছেন বলে মনে করছেন সাঙ্গা। তাঁর মতে বাকিদের এখন তাঁর কাঁধের কাছে রাখা যেতে পারে। ২০১৮ সালে আইসিসির বিচারে বিরাট সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে, টেস্ট ও একদিনের ক্রিকেটেরও সেরা নির্বাচিত হন।

তবে শুধু তাই নয়, ক্রিকেটের সব ধরণের সংস্করণে বিরাট যেভাবে ব্যাট করে চলেছেন তাতে সাঙ্গাকারার মতো যদি বিরাট সর্বকালের সর্বসেরা নাও হন, অন্যতন সেরা হিসেবে গন্য হবেনই। সাঙ্গাকারার মতে টেস্ট, একদিনের ক্রিকেট হোক কিংবা টি২০ - সব ধরণের ক্রিকেট নিয়েই বিরাট একই রকম আবেগপ্রবন।

সাঙ্গাকারার একসময়ের সতীর্থ মাহেলা জয়বর্ধনে আবার মুগ্ধ যেভাবে ১৩০ কোটির দেশের প্রত্যাশার চাপ বিরাট সামলান, তাতে। তিনি জানিয়েছেন, তাঁদের সময়ে তাঁরা এই কাজ করতে দেখেছেন সচিন তেন্ডুলকারকে। সচিনের বিদায়ের পর পরবর্তী প্রজন্মের হয়ে সেই কাজটা করতে হচ্ছে বিরাটকে।

English summary
Ex Sri Lankan batsman Kumar Sangakkara has said that Virat Kohli is way ahead of his peers. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X