For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের আগে বাইশ গজের বাইরে নয়া রেকর্ড বিরাটের

বিশ্বকাপ শুরুর আগে আরেকটা রেকর্ড করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ শুরুর আগে আরেকটা রেকর্ড করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বিশ্বকাপ। সেখানেও নিশ্চয়ই তিনি রেকর্ড গড়বেন বেশ কয়েকটি। তবে তার আগে বাইশ গজের বাইরে নয়া রেকর্ড গড়লেন বিরাট। যে রেকর্ড আজ পর্যন্ত কোন ক্রিকেটারের নেই।

বিশ্বকাপের আগে বাইশ গজের বাইরে নয়া রেকর্ড বিরাটের

সোশ্যাল মিডিয়ায় ১০০ মিলিয়ন ফলোয়ার হয়ে গেল কোহলির। টুইটারে ফলোয়ার সংখ্যা ২৯.৫ মিলিয়ন, ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩৩.৫ মিলিয়ন আর ফেসবুকে ফলোয়ারের সংখ্যা ৩৭ মিলিয়ন। সবমিলিয়ে ১০০ মিলিয়নের ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছেন তিনি। ফুটবল অথবা টেনিসের মতো ক্রিকেটের বিশ্বজোড়া প্রসার নেই। তা সত্ত্বেও কোহলির ১০০ মিলিয়ন ফলোয়ারে পৌঁছে যাওয়া নিঃসন্দেহে বিরাট কৃতিত্বের।

আগামী দিনে বিরাটের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা যে আরও কয়েকগুণ বাড়বে তা বলাই বাহুল্য। তিনি যেভাবে ক্রিকেট খেলছেন, যে ফর্মে খেলছেন, তাতে একমাত্র তাঁর পক্ষেই সম্ভব শচীন তেন্ডুলকরের ১০০টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড ভেঙে ফেলা। তিনি আর খুব বেশি দূরে নেই। ফলে অবসর নেওয়ার অনেক আগেই তিনি হয়তো এই রেকর্ড ভেঙ্গে ফেলবেন।

এছাড়া আগামী বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় বাজি হতে চলেছেন অধিনায়ক কোহলি। তিনি দলের সেরা ব্যাটসম্যান এবং সবচেয়ে বড় ভরসা। তাঁর অধিনায়কত্বে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত কেমন খেলে এখন সেদিকেই তাকিয়ে ভক্তরা।

English summary
Virat Kohli achieves 100 million social media followers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X