For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিন-রাতের টেস্ট খেলতে শহরে সবার আগে বিরাট-রাহানে, পিচে সবুজ ঘাস

দিন-রাতের টেস্ট খেলতে শহরে সবার আগে বিরাট-রাহানে, পিচে সবুজ ঘাস

  • |
Google Oneindia Bengali News

ঐতিহাসিক দিন-রাতের টেস্ট খেলতে সবার আগে কলকাতায় পৌঁছেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। মঙ্গলবার সকালের ফ্লাইটে তাঁরা শহরে পৌঁছান। বিরাট ও রাহানেকে দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজই ইডেনের পিচ দেখতে যাওয়ার কথা তাঁদের।

দিন-রাতের টেস্ট খেলতে শহরে সবার আগে বিরাট-রাহানে, পিচে সবুজ ঘাস

ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট এক ইনিংস ও ১৩০ রানে জিতেছে ভারত। তাই দেশের প্রথম গোলাপি বলের টেস্টে যে ভারতীয় ক্রিকেট দল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে, তা বলা যায়। যদিও ইডেনের পিচ, ইন্দোরের থেকে আলাদা হবে বলেই জানানো হয়েছে। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, ইডেনের পিচে সবুজ ঘাসের আস্তরণ থাকছে। অর্থাৎ পেসাররা সুবিধা পাবেন। তবে সন্ধ্যের পর শিশির পড়তে শুরু করলে ব্যাটসম্যানরা অ্যাডভান্টাজে চলে যাবেন বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট খেলতে যে ভারতীয় ক্রিকেটাররা উদগ্রীব, তা বারবারই বোঝা যাচ্ছে। ইন্দোরে বাংলাদেশকে হারানোর পর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে দিন-রাতের টেস্ট নিয়ে প্রশ্ন করা হলে, তিনি এই উদ্যোগকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। দিন-রাতের টেস্ট খেলতে মুখিয়ে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাও। এদিকে, টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে টুইটারে গোলাপি বলের সঙ্গে নিজের ঘুমন্ত অবস্থার ছবি পোস্ট করেছেন। ওপরে লিখেছেন, 'ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি।' সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Already dreaming about the historic pink ball test 😊 <a href="https://t.co/KFp4guBwJm">pic.twitter.com/KFp4guBwJm</a></p>— Ajinkya Rahane (@ajinkyarahane88) <a href="https://twitter.com/ajinkyarahane88/status/1196405535710408704?ref_src=twsrc%5Etfw">November 18, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে কলকাতায় পৌঁছে গেলেও দলের অন্য তারকা ক্রিকেটার রোহিত শর্মা, মহম্মদ শামি ও উমেশ যাদব বুধবার শহরে পৌঁছবেন বলে সিএবি সূত্রে খবর। বাকিরা রাতের মধ্যে কলকাতায় পৌঁছবেন বলে জানানো হয়েছে।

English summary
Virat Kohli and Ajinkya Rahane reach early in Kolkata for day-night test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X