For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার কন্ডিশনিং স্টাফ নির্বাচন নিয়ে কোহলি-শাস্ত্রীর বিরোধ, জল্পনা কী সত্যি!

চতুর্থবারের জন্য টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচিত হয়েছেন রবি শাস্ত্রী। একই সঙ্গে বিরাট কোহলি ব্রিগেডের সহকারি কোচদেরও নির্বাচন করে ফেলেছে বিসিসিআই।

  • |
Google Oneindia Bengali News

চতুর্থবারের জন্য টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচিত হয়েছেন রবি শাস্ত্রী। একই সঙ্গে বিরাট কোহলি ব্রিগেডের সহকারি কোচদেরও নির্বাচন করে ফেলেছে বিসিসিআই। এখন টিম ইন্ডিয়ার স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচের নির্বাচন প্রক্রিয়া চলছে। সেই পদের জন্য যোগ্য লোক বাছা নিয়ে অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর মধ্যে সামান্য হলেও বিরোধ দেখা দিয়েছে বলে সূত্রের খবর। যা অবাক করা ঘটনা বলে মনে করছে দেশের ক্রিকেট মহল। কারণ বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর মধ্যে সখ্যতা সর্বজনবিদিত।

কী চান শাস্ত্রী

কী চান শাস্ত্রী

সূত্রের খবর, টিম ইন্ডিয়ার স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ পদে কেনও ভারতীয়কে দেখতে চান কোচ রবি শাস্ত্রী। তিনি একাধারে অভিজ্ঞও হবেন।

কী চান বিরাট

কী চান বিরাট

সূত্রের খবর, কোচ রবি শাস্ত্রীর সঙ্গে একমত নন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তিনি চান, দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ পদে বসুন কোনও যোগ্য প্রার্থী। সেখানে দেশ-বিদেশ দেখতে চান না ভারত অধিনায়ক।

কার পাল্লা ভারী

কার পাল্লা ভারী

টিম ইন্ডিয়ার কন্ডিশনিং ফিটনেস ও স্ট্রেন্থ ট্রেনারের পদে যে কটি আবেদন জমা পড়েছিল, তাঁদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে তিন জনকে নির্বাচন করেছে বিসিসিআই। তাঁদের মধ্যে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ তথা সে দেশের প্রাক্তন রাগবি লিগ ট্রেনার নিক ওয়েব অনেকটাই এগিয়ে বলে জানানো হয়েছে।

 লড়াইয়ে আর কে

লড়াইয়ে আর কে

ভারতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ট্রেনার হওয়ার লড়াইয়ে রয়েছেন ভারতের এস রজনীকান্ত ও ইংল্যান্ডের লুক উডহাউসও। যদিও তাঁরা নিক ওয়েবের সঙ্গে লড়াইয়ে টিকবেন না বলেই মনে করা হচ্ছে।

 আগে কে ছিলেন

আগে কে ছিলেন

এর আগে বিরাট কোহলিদের কন্ডিশনিং ফিটনেস ও স্ট্রেন্থ ট্রেনার ছিলেন বাঙালি শঙ্কর বসু। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলের ফিটনেস লেভেল অন্য পর্যায়ে পৌঁছেছিল বলে দাবি করা হয়।

English summary
Virat Kohli and Ravi Shastri contradict on selection of Team India's conditiong staff!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X