For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনিকে আগলে রাখতে, নিন্দুকদের একহাত নিলে ক্যাপ্টেন কোহলি

নিউজল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্লথ গতিতে রান তোলায় নাকি ম্যাচ হেরেছিল ভারত, তারপর ধোনির দিকে উঠেছিল একাধিক অভিযোগের আঙুল। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারত অধিনায়ক বিরাট কোহলি সবসময় পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে ভালোবাসেন। এবার তিনি ফের খাপ খুললেন। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হয়ে জোরালো সওয়াল কোহলির।

ধোনিকে আগলে রাখতে, নিন্দুকদের একহাত নিলে ক্যাপ্টেন কোহলি

নিউজল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্লথ গতিতে রান তোলায় নাকি ম্যাচ হেরেছিল ভারত, ৩৭ বলে ৪৯ করা নাকি ধোনির সাজে না, এটাই ছিল যুক্তি। তারপর ধোনির দিকে উঠেছিল একাধিক অভিযোগের আঙুল। এমনকি এই কথা শোনা যায় যে তিরুবনন্তপুরমের ম্যাচে-র পরই নাকি অবসর নিতে পারেন তিনি।

এই সব জল্পনা এক তুড়িতে উড়িয়ে দিয়ে বিরাটের সোচ্চার দাবি মহেন্দ্র সিং ধোনি দলের গুরুত্বপূর্ণ অংশ। তিনি শুধু এটা বলেই ক্ষান্ত হননি, পাশাপাশি নিন্দুকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে জানিয়েছেন, তাঁরা কেন বারবার একটা মানুষের দিকেই তির ছোঁড়েন।

ধোনিকে আগলে রাখতে, নিন্দুকদের একহাত নিলে ক্যাপ্টেন কোহলি

ধোনিকে আগলে রাখতে, নিন্দুকদের একহাত নিলে ক্যাপ্টেন কোহলি

তিনি হার্দিক পান্ডিয়ার নমুনা তুলনা ধরে বলেছেন, ওই ম্যাচে পান্ডিয়া পর্যন্ত রান করতে পারেনি, কারণ দলের ওপর প্রচন্ড চাপ ছিল, সেই অবস্থাটা না বুঝেই কেন সমালোচকরা খাপ খুলেছেন তা বুঝতে পারেননি বিরাট।

দলের ম্যানেজমেন্ট মাঠের মধ্যের পরিস্থিতি সবচেয়ে ভালো বোঝে, তারাই বোঝে ঠিক পরিস্থিতিতে ক্রিকেটাররা খেলছে। ফলে যাকে যা কিছু জানানোর তাঁরাই জানাবেন। এমনটাই পরামর্শ বিরাটের। তাঁর সরাসরি বক্তব্য দলে কি হচ্ছে সেটা বাইরের লোকেদের না ভাবলেও চলবে।

English summary
Virat Kohli bats for his senior Mahendra Singh Dhoni in attacking fashion 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X