For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটারদের কাছে ম্যাক্সওয়েল উদাহরণ, আমার ক্রিকেট এখানেই শেষ! কেন মনে হয়েছিল বিরাটের

সাম্প্রতিক সময়ে মানসিক স্বাস্থ্যের বিপর্যয়ের কারণে ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। এরপর ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন অনেকে।

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রতিক সময়ে মানসিক স্বাস্থ্যের বিপর্যয়ের কারণে ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। এরপর ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন অনেকে। যার মধ্য়ে রয়েছেন স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্বের মতো ক্রিকেটাররা। এবার মানসিক স্বাস্থ্যের বিষয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট।

মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে অনুপ্রেরণা যোগালেন বিরাট

মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে অনুপ্রেরণা যোগালেন বিরাট

ডিজিটাল বিপ্লবের যুগে দুনিয়া অনেক এগিয়ে গেলেও এখনও পর্যন্ত মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে অনেকেই পিছিয়ে থাকেন। ক্রিকেটার বিরাট অবশ্য এখানে নিজের সঙ্গে ঘটা কঠিন সময়কে সকলের সামনে তুলে ধরে উদাহরণ তৈরি করলেন। সেই সঙ্গে তাঁর ঘুরে দাঁড়ানো অন্যদের যাতে অনুপ্রেরণা দেয়, সেই ব্যবস্থা করলেন বিরাট।

কী বললেন বিরাট

কী বললেন বিরাট

বিরাট বলেন, '২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলাম। সেবার সুইং বলের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়তে না পাড়ার চূড়ান্ত ফ্লপ হই। যা নিয়ে চরম সমালোচনা হয়েছিল। সেই সময়টায় কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছিলাম। বারবার মনে হত, আমার ক্রিকেট এখানেই বোধহয় শেষ। কীভাবে রানে ফিরব, কিচ্ছু মাথায় আসছিল না। কার সঙ্গে কথা বলব, কীভাবে নিজের সঙ্গে লড়াই করব, বুঝে উঠতে পারছিলাম না।' প্রসঙ্গত সিরিজে একাধিকবার জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে সবমিলিয়ে ১০ ইনিংসে মোট ১৩৪ রান তুলতে পেরেছিলেন বিরাট। সিরিজে তাঁর সর্বোচ্চ ছিল ৩৯ রান।

ম্যাক্সওয়েল প্রসঙ্গে কী বললেন বিরাট

ম্যাক্সওয়েল প্রসঙ্গে কী বললেন বিরাট

নিজের উদাহরণ তুলে ধরার পাশাপাশি ম্যাক্সওয়েলকে নিয়ে বিরাট বলেন, 'মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ায় ক্রিকেট থেকে ছুটি নিয়ে সেটা সবাইকে জানিয়েছে ম্যাক্সওয়েল। অবশ্যই তারিফযোগ্য কাজ। সত্যি বলতে নিজের অসুস্থতা কেউ জানাতে চায় না। ক্রিকেটাররা তো সারাদিন ক্রিকেট খেলছে। তারা নিজেকে লুকিয়ে রাখতে গিয়ে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেয়না তাতে আরও সমস্যায় পড়ে। বিশ্বের সব ক্রিকেটারদের কাছে ম্যাক্সওয়েল একটা উদাহরণ তৈরি করে দিল। '

English summary
Virat Kohli battled with Mental Health says, Glenn Maxwell set example for cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X