For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবারও রোহিত শর্মাকে টপকে গেলেন বিরাট কোহলি, বিস্তারিত জানুন

দুই কদম এগিয়েও সাত কদম পিছিয়ে গেলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টির সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার এক নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

দুই কদম এগিয়েও সাত কদম পিছিয়ে গেলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টির সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার এক নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় হয়েই খুশি থাকতে হচ্ছে ডেপুটি রোহিত শর্মাকে।

 ৯ রানে আউট রোহিত-বিরাট

৯ রানে আউট রোহিত-বিরাট

বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস ওপেন করতে নেমে বেউরান হেন্ডরিক্সের বলে ৯ রান করে আউট হন রোহিত শর্মা। ৮ বল খেলে দুটি দুর্দান্ত চার হাঁকান হিটম্যান। তিন নম্বরে ব্যাট করতে নামা ভারত অধিনায়ক বিরাট কোহলিও প্রোটিয়া পেস স্টার কাগিসো রাবাডার বলে আউট হন ৯ রান করেই। এই রান করতে ১৫ বল খেলেন ভিকে। এদিন একটিও বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি আসেনি বিরাটের ব্যাট থেকে।

 এগিয়ে বিরাট

এগিয়ে বিরাট

এই ম্যাচে খেলতে নামার আগে ৬৬টি টি-টোয়েন্টি ইনিংসে ২৪৪১ রান করেছিলেন বিরাট কোহলি। বিশ্বের সর্বাধিক টি-টোয়েন্টি রান সংগ্রাহকদের তালিকায় তিনি ছিলেন প্রথম স্থানে। ৮৯টি টি-টোয়েন্টি ইনিংসে ২৪৩৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে ৯ রানে আউট হওয়ায় ৬৭টি ২০ ওভারের ইনিংসে বিরাটের রান সংখ্যা গিয়ে পৌঁছয় ২৪৫০-এ। অন্যদিকে ৯০টি টি-টোয়েন্টি ইনিংস খেলে রোহিতের সংগ্রহে থাকল ২৪৪৩ রান। অর্থাৎ বিরাটের থেকে সাত রানে পিছিয়ে রইলেন হিটম্যান।

 তালিকায় আক কারা

তালিকায় আক কারা

তালিকায় তৃতীয় ও চতু্র্থ স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২২৮৩ রান) ও পাকিস্তানের শোয়েব মালিক (২২৬৩ রান)। পঞ্চম নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম (২১৪০ রান)।

English summary
Virat Kohli beat Rohit Sharma in T20 run getter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X