For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লর্ডসের মাটিতে শোচনীয় হার, দলের খেলায় হতাশ বিরাট

লর্ডস টেস্টে নিজের দলের খেলায় হতাশ ভারত অধিনায়ক বিরাট কোহলি। দলের খেলায় হতাশ কোহলি বলেন, ‘পরিবেশের দোহাই দিয়ে নিজেদের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার কোনও জায়গাই নেই।

Google Oneindia Bengali News

বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জার হারের সাক্ষী থাকতে হয়েছে ভারতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে এক ইনিংস সহ ১৫৯ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

লর্ডসের মাটিতে শোচনীয় হার, দলের খেলায় হতাশ বিরাট

দলের খেলা স্বভাবতই হতাশ ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে তিনি বলেন, 'যে ভাবে আমরা খেলেছি তাতে খুশি হওয়ার কোনও জায়গায়ই নেই। শেষ পাঁচটি টেস্টে এই প্রথম আমরা সম্পূর্ণ ভাবে লড়াই থেকে ছিটকে গিয়েছিলাম টেস্টের মধ্যেই। অবশ্যই এর কৃতিত্ব পুরোটাই প্রাপ্য ইংল্যান্ডের। যে ভাবে ওরে খেলেছে, তাতে এই জয় নিশ্চিত ভাবেই ওদের প্রাপ্য।'

নিজের দলের খেলা নিয়ে বলতে গিয়ে বিরাটের সংযোজন, 'আবহাওয়া বা পরিবেশের দোহাই দিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার কোনও জায়গা নেই প্রতিকূলতাকে কাটিয়ে উঠেই আমাদের সাফল্য পেতে হত। কখনও বলতে পারি না আমরা যে পরিবেশ এবং পরিস্থিতি আমাদের সঙ্গে ছিল না।'

তবে, তৃতীয় টেস্টে নটিংহ্যামে তাঁর দল যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তা এ দিন মনে করিয়ে দেন বিরাট। তিনি বলেন, 'তৃতীয় টেস্টের আগে পাঁচ দিনের সময়ে রয়েছে। ভুল, ত্রুটিগুলি শুধরে পরের ম্যাচে আমরা মাঠে নামতে পরব বলেই ধারণা আমার।'

English summary
Virat Kohli things his side failed to produce good cricket at lords and for this reason India lost the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X