For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপের মুখে শচীনের থেকে বেশি ভাল খেলে বিরাট : ইমরান খান

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ জুন : ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনার অন্ত নেই। ইতিমধ্যেই ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের সঙ্গেও তুলনা শুরু হয়ে গিয়েছে তাঁর। আর সেই তুলনাকেই আরও কিছুটা উষ্কে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। জানিয়ে দিলেন তাঁর মতে, চাপের মুখে শচীনের থেকেও ভাল খেলেন বিরাট।

আইপিএল ২০১৬-য় বিরাট কোহলি যে রেকর্ডগুলি করলেন

ইমরান খান একটি জনপ্রিয় সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, "আশির দশক ছিল ক্রিকেটের স্বর্ণযুগ। ভিভ রিচার্ডস ছিলেন, তারপর এলেন ব্রায়ান লারা এবং শচীন তেণ্ডুলকর, যাঁরা নিজেদের ছাপ ছেড়ে গিয়েছেন। বিরাট কোহলি হলেন আমার দেখা সেরা সম্পূর্ণ খেলোয়াড়। ওর প্রতিভা বহুমুখী। ও দুই পায়ের ফুটওয়ার্ক সমান, অফসাইট-অনসাইড ও স্বতঃস্ফূর্ত।"

চাপের মুখে শচীনের থেকে বেশি ভাল খেলে বিরাট : ইমরান খান

১৯৯২ সালের পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানও শচীন-কোহলির তুলনা এড়াতে পারলেন না।

(ছবি) প্রেমের দ্বিতীয় ইনিংস শুরু করছেন বিরাট-অনুষ্কা!

ইমরানের কথায়, "ওর (বিরাট কোহলি) প্রতিভা ও খেলার কৌশলের পাশাপাশি ওর খেলার মানসিকতা বা মেজাজটাও প্রশংসনীয়। ওর খেলার মেজাজটা শচীনের থেকেও ভাল। খুব কঠিন সময়েও দারুণ পারফর্ম করেন বিরাট, শচীন কখনও কখনও সেটা করতে পারতেন না।"

শচীন তেণ্ডুলকরের চেয়ে কম 'স্পেশ্যাল' আমি, বললেন বিরাট কোহলি

২০১৬ সত্যিই বিরাট কোহলির ব্যাটিং ফর্মের এখনও পর্যন্ত সেরা সময়। সদ্য সমাপ্ত হওয়া আইপিএল-এ কোহলির খেলা দেখা সত্যিই এক বড় পাওয়া ক্রিকেট ভক্তদের। এই সিজনে মোট ৯৭৩ রান করেন তিনি। এবং বলতে গেলে প্রায় একা হাতেই রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালে তুলে নিয়ে গিয়েছিলেন। যদিও ফাইনালে শেষরক্ষা হয়নি।

English summary
Virat Kohli plays better than Sachin Tendulkar under pressure situations: Imran Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X