For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুষ্কাকে নিয়ে ট্রোলিং,নীরবতা ভাঙলেন বিরাট কোহলি

অনুষ্কাকে নিয়ে ট্রোলিংয়ে শেষ পর্যন্ত নীরবতা ভাঙলেন বিরাট কোহলি। বললেন, 'অনুষ্কা বরাবরই সফ্ট টার্গেট।'

  • |
Google Oneindia Bengali News

অনুষ্কাকে নিয়ে ট্রোলিংয়ে শেষ পর্যন্ত নীরবতা ভাঙলেন বিরাট কোহলি। বললেন, 'অনুষ্কা বরাবরই সফ্ট টার্গেট।'

কী নিয়ে বিতর্ক

কী নিয়ে বিতর্ক

সম্প্রতি ভারতীয় নির্বাচকদের সমালোচনা করতে গিয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার অনুষ্কা প্রসঙ্গ টেনেছিলেন। ফারুক বলেন, 'দেশের ক্রিকেট নির্বাচক প্যানেলে যারা রয়েছেন, তারা একেবারেই যোগ্য ব্যক্তি নন। ' সেই সঙ্গে তাঁর মন্তব্যে ইঞ্জিনিয়ার আরও বলেন, 'ইংল্যান্ড বিশ্বকাপে এই নির্বাচকদেরই একজনকে অনুষ্কার জন্য় চা নিয়ে আসতে দেখেছি।' এরপরই অনুষ্কাকে কেন্দ্র করে ফারুকের মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়।

অনুষ্কা ও ফারুকের মন্তব্য

অনুষ্কা ও ফারুকের মন্তব্য

পুরো বিষয়টা নিয়ে জলঘোলা শুরু হলে ব্রিবত হয়ে অনুষ্কা নিজে টুইট করেছিলেন। ক্ষোভপ্রকাশ করে অনুষ্কা কেন তাঁকে সফ্ট টার্গেট করা হয়, জানতে চান। সেই সঙ্গে অনুষ্কা ফারুকের অভিযোগ ভুল বলেও মন্তব্য করেন। অনুষ্কা আরও বলেন,অতীতে এর আগেও তাঁকে টার্গেট করে মন্তব্য করা হয়েছে। অনেক ক্ষেত্রে মিথ্য রটনায় তাঁর নাম জুড়ে দেওয়া হয়। যা তাঁকে আঘাত করে। এবার তাই তিনি প্রতিবাদ করতে বাধ্য হলেন। এরপর অনুষ্কাকে কোনওভাবেই আঘাত করার কোনও উদ্দেশ ছিল না বলে ক্ষমা চেয়ে নেন ফারুক।

নীরবতা ভাঙলেন বিরাট

নীরবতা ভাঙলেন বিরাট

পুরো বিষয়টা নিয়ে এবার নীরবতা ভাঙলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক বলেন, 'বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটিতেই একমাত্র অনুষ্কা গ্যালারিতে হাজির ছিল। অনুষ্কা ফ্যালিমি বক্সে বসেছিল। যেখানে সেদিন কোনও নির্বাচক ছিলেন না। অনুষ্কা সেদিন তাঁর দুই বান্ধবীর সঙ্গে খেলা দেখতে এসেছিলেন।' এরপরই বিরাট জুড়়েছেন, 'নির্বাচকদের কিছু বলতে হলে, সেটা সরাসরি নির্বাচকদের উদ্দেশ করেই বলুন। সেখানে অনুষ্কার নাম জুড়়ে দেওয়ার কোনও মানেই হয়না।'

English summary
Virat Kohli break silence on Farokh Engineer’s Tea Serving Allegations regarding Anushka Sharma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X