For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ গজে ১১ বছর পার করে কী বললেন কোহলি

দেশের হয়ে ২২ গজে ১১ বছর! ক্রিকেটার কোহলির জীবনে ১৮ অগাস্টটা স্পেশ্যাল দিন। এই দিনেই ১১ বছর আগে ২০০৮ সালে দেশের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন বিরাট।

  • |
Google Oneindia Bengali News

দেশের হয়ে ২২ গজে ১১ বছর! ক্রিকেটার কোহলির জীবনে ১৮ অগাস্ট স্পেশ্যাল দিন। এই দিনেই ১১ বছর আগে ২০০৮ সালে দেশের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন বিরাট। শ্রীলঙ্কার ডাম্বুলায় লঙ্কান বোলিং আক্রমণের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১২ রান করে ফিরেছিলেন। অভিষেকে বড় রান হাঁকাতে না পারলেও শেষ ১১ বছরে ক্রিকেটের বহু রেকর্ড ভেঙে দিয়েছেন।

বিরাটের সামনে এবার সচিনের রেকর্ড

বিরাটের সামনে এবার সচিনের রেকর্ড

সামনে এবার সচিনের রেকর্ড। ওয়ান ডে'তে সচিনের সেঞ্চুরি সংখ্যা ছিল ৪৯টি। সেখানে বিরাটের সংগ্রহ ৪৩টি। ছটি সেঞ্চুরি এলে সচিনের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। রেকর্ড নিয়ে খুব একটা অবশ্য মাথাব্যথা নেই ভিকের। তাঁর লক্ষ্য দেশের হয়ে ধারাবাহিকভাবে বেশি সংখ্যাক ম্যাচ খেলে যাওয়া।

১১ বছর পার করে টুইটারে কী লিখলেন কোহলি

রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পার করার দিনে সোশ্যাল মিডিয়ায় সেই কথাই লিখেছেন বিরাট। ২২ গজে ১১ পার করার দিনে টুইটে ভারত অধিনায়ক ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সঙ্গে তিনি লেখেন, 'ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। আমার স্বপ্নকে আমি তাড়়া করে গিয়েছি। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই দিনেই প্রথমবারের জন্য দেশের জার্সি গায়ে চাপিয়েছিলাম। আর আজ দেশের হয়ে ২২ গজে ১১ টা বছর কাটিয়ে দিলাম। স্বপ্ন দেখতে শিখুন। স্বপ্নে বিশ্বাস রাখুন। সঠিক পথটা বেছে নিয়ে পরিশ্রম করে এগিয়ে চলুন।'

দেশের হয়ে ২২ গজে বিরাটের সেরা কিছু মুহূর্ত

দেশের হয়ে ২২ গজে বিরাটের সেরা কিছু মুহূর্ত

প্রসঙ্গত এই ১১ বছরে ভারতীয় ক্রিকেটকে একাধিক স্মরণীয় মুহূর্তে উপহার দিয়েছেন বিরাট।
১) ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ দেওয়া। টিনেজার হিসেবে হলেও বিশ্বকাপ দলে ফাইনাল ম্যাচে চার নম্বরে নেমে ৪৯ বলে ৪টি বাউন্ডারি হাঁকিয়ে বিরাটের ৩৫ রানটা দামি ইনিংস ছিল।

২) অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারানো
৩) দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তোলা
৪) ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তোলা।

English summary
Virat Kohli completed 11-years in international cricket, came up with a heartwarming message
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X