For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন বিরাট কোহলি, জেনে নিন

কোনও অঘটন না ঘটলে কাল অর্থাৎ বুধবার বিসিসিআই-র সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কোনও অঘটন না ঘটলে কাল অর্থাৎ বুধবার বিসিসিআই-র সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ঠিক যেভাবে দেশকে সাফল্যের মুখ দেখিয়েছিলেন মহারাজ, প্রশাসক হিসেবেও তিনি একই ভূমিকা পালন করবেন বলেই বিশ্বাস করেন দেশের ক্রীড়া মহল। নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় সফল হবেন বলে বিশ্বাস করেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও।

প্রথম তথ্য

প্রথম তথ্য

কৃষ্ণপক্ষের অষ্টমীতে জন্মাষ্টমী তিথি পালিত হয়। মনে করা হয়, ৩২২৮ খ্রিস্ট পূর্বাব্দে ১৯ জুলাই ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল। তিনি যাদব বংশের অবতার।

শুভেচ্ছা জানিয়েছেন কোহলি

শুভেচ্ছা জানিয়েছেন কোহলি

বিসিসিআই-র সভাপতি হতে চলা প্রাক্তনী সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বলে দাবি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মহারাজ প্রশাসক পদে সফল হবেন বলেই বিশ্বাস করেন ভিকে।

দ্বিতীয় তথ্য

দ্বিতীয় তথ্য

কৃষ্ণ শব্দের সংষ্কৃত অর্থ হল কালো। কৃষ্ণের মূর্তিগুলিতে তাঁর গায়ের রং সাধারণত কালো এবং ছবিগুলিতে নীল দেখানো হয়ে থাকে। তাঁর রেশমি ধুতিটি সাধারণত হলুদ রঙের এবং মাথার মুকুটে একটি ময়ূরপুচ্ছ শোভা পায়। কৃষ্ণের প্রচলিত মূর্তিগুলিতে সাধারণত তাঁকে বংশীবাদক এক বালকের বেশে দেখা যায়।

'যখন বলবেন দেখা করব'

'যখন বলবেন দেখা করব'

বিসিসিআই-র সভাপতি হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বলবেন তখন তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি (মহারাজ) যখন চাইবেন, তাঁর সঙ্গে কথা বলতে পারবেন বলেও জানিয়েছেন বিরাট।

তৃতীয় তথ্য

তৃতীয় তথ্য

রাখী বন্ধনের ঠিক ৮ দিন পরে সারা ভারতে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। দক্ষিণ ভারতে পালন করা হয় গোকুলাষ্টমী। এবং মহারাষ্ট্রে এই উৎসব পালিত হয় দহি হান্ডি ফাটিয়ে।

ধোনি নিয়ে কথা

ধোনি নিয়ে কথা

মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যত নিয়ে তাঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এখনও পর্যন্ত কোনও কথা হয়নি বলেই দাবি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তব সব ধরনের আলোচনার জন্য তিনি তৈরি বলেও আভাস দিয়েছেন টিম ইন্ডিয়ার সুপ্রিমো।

চতুর্থ তথ্য

চতুর্থ তথ্য

এদিন শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা, বলরাম ও সুভদ্রার পুজোও করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায় তবে তিনি বেড়ে ওঠেন গোকুলে। সেজন্য মথুরা ও বৃন্দাবনে এই উৎসব সবচেয়ে বড় করে হয়।

২৪-এ দেখা!

২৪-এ দেখা!

কাল অর্থাৎ বুধবার বিসিসিআই-র সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। একদিন পর অর্থাৎ ২৪ অক্টোবর, বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। তার আগে বিরাট কোহলি অ্যান্ড কং-র সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

পঞ্চম তথ্য

পঞ্চম তথ্য

শ্রীকৃষ্ণের মোট ১০৮টি নাম রয়েছে। মথুরায় কমপক্ষে ৪০০টি মন্দির রয়েছে যেখানে শ্রীকৃষ্ণের আরাধনা হয়।

ষষ্ঠ তথ্য

ষষ্ঠ তথ্য

কৃষ্ণের নাম নিয়ে যে নৃত্য রয়েছে তার নাম রাসলীলা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাস্ত করতে অর্জুনকে যে কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সেই কৃষ্ণের বাণী শ্রীমদ্ভগবত গীতা নামে পরিচিত।

সপ্তম তথ্য

সপ্তম তথ্য

ভারতের পাশাপাশি সিঙ্গাপুরে জন্মাষ্টমী উৎসব ধুমধাম করে পালিত হয়। সেখানকার শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তেরা পুজো দিয়ে উৎসব পালন করেন।

অষ্টম তথ্য

অষ্টম তথ্য

জন্মাষ্টমীতে বাংলাদেশে ছুটি থাকে। ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে পদযাত্রা শুরু হয়ে পুরনো ঢাকায় গিয়ে শেষ হয়। ১৯০২ সালে এই অনুষ্ঠান চালু হয়েছিল। এরপরে পাকিস্তানের দখলে বাংলাদেশ চলে গেলে ১৯৪৮ সালে তা বন্ধ হয়ে যায়। পরে ১৯৮৯ সাল থেকে ফের তা চালু হয়েছে।

English summary
Virat Kohli congratulated Sourav Ganguly for become BCCI president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X