For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতির মৃত্যুতে সরব, জর্জ ফ্লয়েড বা শ্রমিক মৃত্যুতে কেন চুপ বিরাট-রোহিত, প্রশ্ন নেটিজেনদের

হাতির মৃত্যুতে সরব, জর্জ ফ্লয়েড বা শ্রমিক মৃত্যুতে কেন চুপ বিরাট-রোহিত, প্রশ্ন নেটিজেনদের

  • |
Google Oneindia Bengali News

কেরলে গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় সরব হয়েছেন বিরাট কোহলি। শুধু বিরাটই নন, রোহিত শর্মা থেকে হরভজন সিং, লোকেশ রাহুল, কুলদীপ যাদবরাও হাতির খুন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তবে একদল নেটিজেন বিরাটের প্রতিক্রিয়ায় তাঁকে নিয়ে সমালোচনাও করলেন।

নৃশংস হত্যা

নৃশংস হত্যা

কেরালার মালাপ্পুরম জেলায় মানুষের দেওয়া বাজি ভরা আনারস খেয়ে অন্তঃসত্ত্বা হাতির মুখ ও জিভ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে পেটের ভিতরের সন্তানকে বাঁচাতে পুকুরে নেমে আশ্রয় নেওয়া অবস্থায় হাতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যায়।

সারা দেশে হইচই

সারা দেশে হইচই

২৭ মের এই ঘটনার কথা প্রকাশ্যে আসতে দেশজুড়ে সর্বত্র নিন্দার ঝড়। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুসারে মামলা দায়ের করা হয়েছে। দেশের বিভিন্ন পেশায় সঙ্গে যুক্ত মানুষ নৃশংস হত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়ায় সরব হয়েছেন।

বিরাট যা জানান

সোশ্যাল মিডিয়ায় ঘৃণ্য হত্যার বিরুদ্ধে শাস্তির দাবিতে বিরাট লেখেন, 'অমানবিক ঘটনা। পশুদের সঙ্গে এবার এমন ব্যবহার বন্ধ হওয়া উচিত। কেরলের ঘটনার তীব্র নিন্দা জানাই।'

বিরাট-রোহিতদের খোঁচা

বিরাটের মতো রোহিতও হাতির মৃত্যু মন্তার্ন্তিক বলে পোস্ট করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন হিটম্যান। এরপরই বিরাট ও রোহিতকে খোঁচা দিয়েছে একদল নেটিজেন।

বর্ণবিদ্বেষ নিয়ে কেন সরব নয় বিরাটরা

হাতির মৃত্যুতে সরব অথচ বর্ণবিদ্বেষের শিকার হওয়ার মানুষের মৃত্যুতে বিরাট-রোহিতরা কেন চুপ, নেটিজেনরা সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। অনেকেই লেখেন ভারতীয় ক্রিকেটারদের কাছে হাতির প্রাণের দাম থাকলেও বিশ্বের অন্য প্রান্তে কালো মানুষদের উপর যে অত্যাচার হচ্ছে,তার কোনও দাম নেই!

শ্রমিক মৃত্যুতে কেন বিরাটের কোনও পোস্ট নেই প্রশ্ন

অন্য একদল নেট ব্যবহারকারীরা বিরাটের তুলোধোনা করেছেন। করোনা উদ্বেগের মাঝে ১৬ জন ভিনরাজ্যের শ্রমিকের ট্রেনে কাটা পড়ার দুর্ঘটনার দিন বিরাটের আবেগ কোথায় ছিল সেই নিয়ে প্রশ্ন করেছেন। সেদিন বাড়িতে ডাইনোসর সেজে হাঁটার ভিডিও পোস্ট করেছিলেন কোহলি। হাতির প্রাণ নিয়ে সরব হলেও শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে দেশের অধিনায়ক কেন একটু সহানুভূতি দেখাতে পারলেন না সেই নিয়ে প্রশ্ন তুলে দিল নেটদুনিয়া।

সৌরভ-দ্রাবিড়ের পাশে খেলরত্ন জুড়ে গেলে কত ভালোই না হত! বঞ্চিত জাহিরওসৌরভ-দ্রাবিড়ের পাশে খেলরত্ন জুড়ে গেলে কত ভালোই না হত! বঞ্চিত জাহিরও

English summary
Virat Kohli Criticised as post Kerala Elephant Killing but not for Black lives or poor migrants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X