For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই ভারতীয় দলকেই 'সেরা' বললেন বিরাট, সুযোগ নিতে না পেরেই হার

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ৪-১ ব্যবধানে হারার পরেও ভারত অধিনায়ক বিরাট কোহলি মনে করেন না যে ভারতের কোনও বড় সংশোধন দরকার।
 

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের কাছে ৪-১'এ সিরিজ হেরেও এই ভারতীয় দলকেই সেরা বললেন বিরাট কোহলি। জানালেন বিদেশের মাটিতে তাঁরা খেলতে পারেন না এটা ঠিক নয়। স্রেফ কিছু মুহূর্তের সুযোগ নিতে না পারায় তাদের হারতে হয়েছে। সিরিজের শেষ দিনের ব্যাটিং-ই এই ভারতীয় দলের চরিত্রকে তুলে ধরেছে বলে দাবি করেন তিনি।

এই ভারতীয় দলকেই সেরা বললেন বিরাট

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কিছুটা হলেও মেজাজ হারান ভারত অধিনায়ক। সিরিজ শুরুর আগে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলছিলেন এই ভারতীয় দল গত '১৫ বছরের মধ্যে সেরা'। সেই ১৫ বছরের সেরা দলের দাবি তাঁদের উপর চাপ সৃষ্টি করেছিল কিনা জানতে চাওয়া হলে কোহলি বলেন, দল িসেবে তাঁরা সেরা এই বিশ্বাসটা তাঁদের রাখতেই হত।

সাংবাদিক ফের প্রশ্ন করেন বিরাট কি সত্যিই মনে করেন এই দলটি সেরা? এতেই বিরক্ত হন কোহলি, সাংবাদিককেই ঘুরিয়ে প্রশ্ন করেন এ বিষয়ে তাঁরর কী মত। সাংবাদিক জানান, তিনি এ বিষয়ে নিশ্চিত নন। 'সেটা আপনার মত', বলে প্রসঙ্গের ইতি টানেন বিরাট।

তবে তাঁর দল কোথায় আলাদা তা স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক। বলেন, 'এর আগে এরকম পরিস্থিতিতে বহু দল হাল ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা তা করিনি। এই ধরনের টুর্নামেন্টই ব্যক্তি চরিত্রকে ফুটিয়ে তোলে। আমি এটাকে একটা সুযোগ হিসেবেই দেখি। যখন একটা দল পর পর জিততে থাকে তখন অনেক ভুল ত্রুটি ঢাকা পড়ে যায়।'

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">These kind of series shows you exactly what the character of each individual is, and I see it as an opportunity and not an adversity - Virat Kohli.<a href="https://twitter.com/hashtag/ENGvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#ENGvIND</a> <a href="https://t.co/WpGP8jzwB4">pic.twitter.com/WpGP8jzwB4</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1039814598214529025?ref_src=twsrc%5Etfw">September 12, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দলের কী ভুল ত্রুটি দেখেছেন বিরাট? বিরাট জানিয়েছেন টুর্নামেন্টে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও তা গ্রহন করতে পারেনি দল। তিনি জানিয়েছেন কখনও একটি সেশনের একটি অংশে খারাপ খেলার মূল্য চোকাতে হয়েছে গোটা টেস্টটি খুইয়ে।

তবে সিরিজের শেষ, তথা ওভাল টেস্টের পঞ্চম দিন তাঁর দলের লড়াকু চরিত্রটা স্পষ্ট করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। কেএল রাহুল ও ঋষভ পন্থের পার্টনারশিপের ভুয়সী প্রশংসা করেন তিনি। জানান, অনেকেই ভাবতে পারেন ইংল্যান্ডের সামনে মোটিভেশনের অভাব ছিল, ওরা সেভাবে গা লাগিয়ে খেলেনি। কিন্তু তা সত্যি নয়। ইংরেজরা জেতার জন্যই নেমেছিল।

কিছু ভুল ত্রুটি ধরা পড়লেও দলের কোনও বড় সংশোধনের প্রয়োজন আছে বলে মনে করেন না অধিনায়ক। কারণ প্রত্যেক ম্যাচেই ভারত কখনও না কখনও এগিয়ে ছিল। তাই বিরাট মনে করেন তাঁরা সঠিক পথেই এগোচ্ছেন। তিনি জানান, বিদেশে তাঁরা খেলতে পারেন তা তাতেই বোঝা গিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে বিপক্ষের থেকে ভাল খেলে ম্যাচ ছিনিয়ে নেওয়াটা তাঁদের রপ্ত করতে হবে।

English summary
Despite losing the series to England by 4-1, Indian captain Virat Kohli doesn't think a massive portion India need to correct.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X