For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আটকাতে ১৪ ঘন্টার জনতা কারফিউ জারি মোদির, পাশে দাঁড়ালেন বিরাট

করোনা আটকাতে ১৪ ঘন্টার জনতা কারফিউ জারি মোদির, পাশে দাঁড়ালেন বিরাট

  • |
Google Oneindia Bengali News

করোনার মারণ সংক্রমণে ভারত, চিন ইতালি হয়ে ওঠার আগেই সতর্কতায় পথ নিয়েছে সরকার। করোনা আটকাতে দেশজুড়ে চলছে জোর প্রচার। সংস্পর্শ এড়িয়ে সাধারণ মানুষ যাতে করোনার করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত রাখতে পারে সেজন্য এবার ২২ মার্চ, রবিবার ১৪ ঘন্টার জন কারফিউ পরামর্শ দিয়েছেন মোদি।

একনজরে কী বলেছেন প্রধামন্ত্রী

একনজরে কী বলেছেন প্রধামন্ত্রী

বৃহস্পতিবার করোনা রুখতে দেশের প্রতিটি নাগরিককে একযোগে পাশে চেয়েছেন মাদি। করোনা ভাইরাসের মোকাবিলায় দেশবাসীকে ঘরে থাকার পরামর্শ দেন প্রধামন্ত্রী। সেই অভ্যাস তৈরি করতেই রবিবার, ২২ মার্চ 'জনতা কারফিউ' পালনের বার্তা দেন মোদি।

কত ঘন্টার জন কারফিউ

কত ঘন্টার জন কারফিউ

দেশের প্রধানমন্ত্রী প্রতিটি নাগরিককে আগামী রবিবার ২২ মার্চ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউ পালনের অনুরোধ করছেন।ঐ দিন সম্পূর্ণভাবে দেশের প্রতিটি নাগরিককে রাস্তায় বেরোনা এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

ভবিষ্যতের জন্যেই এই সিদ্ধান্ত বললেন মোদি

ভবিষ্যতের জন্যেই এই সিদ্ধান্ত বললেন মোদি

ভিড় থেকে বাঁচুন। স্পষ্ট জানিয়েছেন মোদি। সেকারণেই রবিবারেই বাড়ি থেকে না বেরোনা, করোনা আটকাতে প্রথম পদক্ষেপ বলেছেন মোদি।

করোনা সংক্রমণে ভারত এখন কোন স্তরে

করোনা সংক্রমণে ভারত এখন কোন স্তরে

চিকিৎসকার বলছেন, করোনা সংক্রমণে ভারত এখন দ্বিতীয় স্থরে। চিন, ইতালি, ইরান তিন দেশ যেখানে করোনায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা সবচেয়ে বেশি,সেই তিন জায়গা এখন করোনা সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে। এই পরিস্থিতি ভারতে করোনা সংক্রমণ এখন দ্বিতীয় স্থানে রয়েছে।

দুই সপ্তাহ দেশে করোনা ছড়ানে আটকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষা

দুই সপ্তাহ দেশে করোনা ছড়ানে আটকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষা

সেকারণে আগামী দুই সপ্তাহ দেশে করোনা ছড়ানে আটকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষা বলছেন চিকিৎসকরা। পরের ১৫ দিন ঘর থেকে বাইরে না বেরিয়ে নিজেদের সুরক্ষিত থাকতে করোনার করাল প্রকোপ থেকে বাঁচা যাবে বলে চিকিৎসা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে সমর্থন করে কী বললেন বিরাট

প্রধানমন্ত্রীকে সমর্থন করে কী বললেন বিরাট

দেশের রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদির ১৪ ঘন্টার জন কারফিউকে সমর্থন করেছেন দেশের ক্রিকেট অধিনায়ক বিরাট। টুইটে মোদি জীর এই প্রচেষ্টার সমর্থনে বিরাট বলেন, 'সতর্ক ও সাবধান থাকুন। এই পরিস্থিতি এটাই সবচেয়ে বেশি জরুরি। দেশের প্রত্যেকে আমরা দায়িত্বশীল নাগরিক। প্রত্যেককে জাতির স্বার্থের কথা ভেবে চলতে হবে। দেশের সুরক্ষার জন্য মোদি জী এই সিদ্ধান্ত নিয়েছেন। দেশবাসীকে অনুরোধ কারফিউ মেনে ঘরে থাকুন।'

English summary
Virat Kohli hails PM modi's appeal for Janta Curfew on 22march
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X