For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেন গার্ডেন্সের ক্রিকেট উন্মাদনায় মুগ্ধ বিরাট কোহলি, কী বললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক

কাল অর্থাৎ শুক্রবার, দেশের প্রথম দিন-রাতের টেস্টের আসর বসতে চলেছে ইডেন গার্ডেন্সে। ম্যাচ শুরুর আগে কলকাতার ক্রিকেট উন্মাদনায় মুগ্ধ হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

কাল অর্থাৎ শুক্রবার, দেশের প্রথম দিন-রাতের টেস্টের আসর বসতে চলেছে ইডেন গার্ডেন্সে। ম্যাচ শুরুর আগে কলকাতার ক্রিকেট উন্মাদনায় মুগ্ধ হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তবে শুধু দিন-রাতের ফর্ম্যাট নয়, দেশে টেস্ট ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়াতে আরও অনেক কিছু প্রয়োজন বলে মনে করেন ভিকে।

চার দিনের টিকিট শেষ

চার দিনের টিকিট শেষ

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি কলকাতায় পৌঁছে জানতে পারেন যে দেশের প্রথম দিন-রাতের টেস্টের জন্য ইডেন গার্ডেন্সে প্রথম চার দিনের টিকিট শেষ হয়ে গিয়েছে। তাতে মুগ্ধ হয়েছেন বিরাট কোহলি। বলেছেন, মাঠ ভর্তি দর্শকের সামনে ব্যাট, বল কিংবা ফিল্ডিং করার মজাই আলাদা। আর ইডেন গার্ডেন্সের ক্রিকেট উন্মাদনা দেশের মধ্যে অন্যতম সেরা বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

 শুধু গোলাপি বল নয়

শুধু গোলাপি বল নয়

দিন-রাতের টেস্ট নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের টেস্টের প্রতি টেনে আনবে। তবে শুধু এই ফর্ম্যাটের মাধ্যমে দেশে টেস্টের কৌলিন্য ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, দেশে টেস্ট ক্যালেন্ডার থাকা আবশ্যক। যাতে বছরের শুরুতেই তাতে চোখ বুলিয়ে, দর্শকরা খেলা দেখার পরিকল্পনা করে নিতে পারেন। টেস্টের জন্য দেশের স্থায়ী পাঁচটি কিংবা ছয়টি মাঠ নির্ধারিত করার পরামর্শও দিয়েছেন বিরাট।

বিনোদনের জন্য টেস্ট

বিনোদনের জন্য টেস্ট

দেশের যেসব ক্রিকেট প্রেমীরা বিনোদন পছন্দ করেন, তাঁদের জন্য টেস্ট ক্রিকেট নয় বলে সরাসরি জানিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা। এ খেলার দর্শকদেরও বুঝদার ও ধৈর্ষশীল হতে হবে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

 টেস্টে আলাদা প্রেক্ষাপট

টেস্টে আলাদা প্রেক্ষাপট

সীমিত ওভারের ক্রিকেট থেকে টেস্ট সম্পূর্ণ আলাদা হয় বলে জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, টেস্টে খেলার ধরন যেমন পাল্টায়, তেমনই পাঁচ দিনের ক্রিকেটের জন্য বিশেষজ্ঞ ক্রিকেটার প্রয়োজন বলেও মনে করেন বিরাট কোহলি। ভারতীয় দলে এই গোত্রের কিছু ক্রিকেটার আছে বলে জানিয়েছেন ভিকে।

English summary
Virat Kohli has mesmerized by the full house of Eden Garden
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X