For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাদা বলের ক্রিকেটে স্মিথের থেকে অনেক এগিয়ে বিরাট: বললেন গম্ভীর

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ শুরু। তার আগে বিরাট কোহলি ও স্টিভ স্মিথের তুলনা টানলেন ভারতকে দু'বার বিশ্বকাপ দেওয়া ওপেনার গৌতম গম্ভীর।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ শুরু। তার আগে বিরাট কোহলি ও স্টিভ স্মিথের তুলনা টানলেন ভারতকে দু'বার বিশ্বকাপ দেওয়া (২০০৭ ও ২০১১) ওপেনার গৌতম গম্ভীর। গম্ভীর, বিরাট প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়েছেন সাদা বলের ক্রিকেটে স্টিভ স্মিথের চেয়ে বিরাট কোহলি অনেক এগিয়ে থাকবে। প্রসঙ্গত ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে বিরাট ও স্মিথের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

স্মিথকে নিয়ে গম্ভীর আরও যা বললেন

স্মিথকে নিয়ে গম্ভীর আরও যা বললেন

স্টিভ স্মিথকে নিয়ে গম্ভীর আরও বলেছেন, 'ভারত সফরে এসে স্মিথ কত নম্বরে ব্যাটিং করেন দেখার। লাবুসানে তিন নম্বরে ও স্মিথ চারে, নাকি স্মিথ তিনে, লাবুসানে চার নম্বরে ব্যাটিং করেন সেটাই দেখার।'

ওডিআইয়ে কোহলির বিরাট সাম্রাজ্য

ওডিআইয়ে কোহলির বিরাট সাম্রাজ্য

ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঠিক পরেই রয়েছেন বিরাট কোহলি। বিরাটের ঝুলিতে এখন ৪৩ টি শতরান রয়েছে। ওডিআই শতরান হাঁকানোর তালিকায় ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে সচিন তেন্ডুলকর।

ওডিআইয়ে বিরাটের রান সংখ্যা

ওডিআইয়ে বিরাটের রান সংখ্যা

দেশের হয়ে ২৪২টি ওডিআই ম্যাচ খেলে বিরাটের ঝুলিতে এখন ১১৬০৯ রান রয়েছে।

ওডিআইয়ে স্টিভ স্মিথ

ওডিআইয়ে স্টিভ স্মিথ

ওডিআই ক্রিকেটে স্টিভ স্মিথের সংগ্রহ ৮টি সেঞ্চুরি, সেই সঙ্গে ২৩টি হাফ সেঞ্চুরি হাঁকান স্মিথ।

টেস্টে বিরাট বনাম স্মিথ

টেস্টে বিরাট বনাম স্মিথ

টেস্ট ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে বিরাট এগিয়ে থাকলেও ক্রিকেট বিশ্লেষকদের মতে অনেকেই স্টিভ স্মিথকে টেস্টে এগিয়ে রাখেন। টেস্টে বিরাটের ২৭টি সেঞ্চুরি, ৭টি দ্বিশতরান ও ২২টি হাফ সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে ৭৩টি টেস্ট খেলে স্মিথের ঝুলিতে ২৬টি শতরান, ৩টি দ্বিশতরান ও ২৯টি হাফ সেঞ্চুরি রয়েছে।

English summary
Virat kohli is far better than steve smith in odi cricket, say gautam gambhir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X