For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলিই সেরা, দশক শেষে জানাল উইজডেন

আর মাত্র চার দিন পর বিদায় নেবে ২০১৯। সেই সঙ্গে শেষ হতে চলেছে এক দশক। শেষ হতে চলা এই দশকের সেরা ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে উইজডেন। সেই তালিকায় জায়গা পেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র চার দিন পর বিদায় নেবে ২০১৯। সেই সঙ্গে শেষ হতে চলেছে এক দশক। শেষ হতে চলা এই দশকের সেরা ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে উইজডেন। সেই তালিকায় জায়গা পেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

উইজডেনের তালিকা

উইজডেনের তালিকা

২০১০ থেকে ২০১৯ অর্থাৎ দশ বছরে বিশ্ব কাঁপানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে উইজডেন। সেই তালিকায় জায়গা পেয়েছেন এক মহিলা সহ পাঁচ ক্রিকেটার।

উইজডেনের তালিকায় বিরাট

উইজডেনের তালিকায় বিরাট

এই দশকের সেরা ক্রিকেটারদের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। উইজডেন মনোনিত এই দশকের সেরা টেস্ট দলের অধিনায়কও বাছা হয়েছে বিরাটকে। তাঁকে সেরা ওয়ান ডে দলেও রেখেছে উইজডেন।

বিরাটের কেরিয়ার

বিরাটের কেরিয়ার

শেষ হতে চলা এই দশকে ভারতীয় দলের জার্সিতে টেস্টে ২৭টি শতরান সহ ৭২০২ রান করেছেন বিরাট কোহলি। গত দশ বছরে ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ১১,১২৫ ও ২৬৩৩ রান করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

সচিন, পন্টিং-র পর বিরাট

সচিন, পন্টিং-র পর বিরাট

২০০৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে প্রথম আন্তর্জাতিক শতরান পান বিরাট কোহলি। তারপর সবকটি ফর্ম্যাট মিলিয়ে আরও ৬৯টি শতরান (ওয়ান ডে - ৪২, টেস্টে - ২৭) করেছেন বিরাট। সবকটিই এসেছে এই দশকে। ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে ৫০-র ওপর গড়ের মালিক বিরাট, মোট আন্তর্জাতিক শতরানের (৭০) নিরিখে সচিন তেন্ডুলকর (১০০) ও রিকি পন্টিং-র (৭১) পিছনে রয়েছেন। ক্রিকেটের সব ফর্ম্যাটে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় সচিন তেন্ডুলকর (৩৪,৩৫৭), রিকি পন্টিং-র (২৭,৪৮৩) পরেই রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক (২১,৪৪৪ রান)।

উইজেডেনের তালিকায় আর কারা

উইজেডেনের তালিকায় আর কারা

উইজডেন প্রকাশিত এই দশকের সেরা ক্রিকেটারের তালিকায় বিরাট কোহলির সঙ্গে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইন, সে দেশের প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তালিকায় অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অল-রাউন্ডার এলিসি পেরিও রয়েছেন।

English summary
Virat Kohli is in cricketers of the decade list of Wisden
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X