For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিরাট ধারাবাহিক, তবে সচিন গোত্রের নন', দাবি প্রাক্তন পাক অল-রাউন্ডারের

'বিরাট ধারাবাহিক, তবে সচিন গোত্রের নন', দাবি প্রাক্তন পাক অল-রাউন্ডারের

  • |
Google Oneindia Bengali News

ভারত অধিনায়ক বিরাট কোহলি ধারাবাহিক ব্যাটসম্যান হলেও তিনি সচিন তেন্ডুলকরের সমকক্ষ নন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক। তাঁর মতে, মাস্টার ব্লাস্টারের ক্লাসে পৌঁছনো বেশ কঠিন।

বিরাট ধারাবাহিক, তবে সচিন গোত্রের নন, দাবি প্রাক্তন পাক অল-রাউন্ডারের

রাজ্জাকের কথায়, ১৯৯২ থেকে ২০০৭ সালের মধ্যে বিশ্ব সেরা ক্রিকেটারদের দেখেছে। সে ধরনের খেলোয়াড় এখনকার সময়ে বিরল বলেও দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের। এই পরিস্থিতির জন্য টি-টোয়েন্টি ক্রিকেটকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডার। তাঁর মতে, ২০ ওভারের ধামাকাদার ক্রিকেটের সৌজন্যে খেলোয়াড়দের ক্লাস বলতে আর কিছুই নেই। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-এ আর গভীরতা নেই বলেও দাবি আব্দুল রাজ্জাকের।

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ২৬৫টি টেস্ট ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা আব্দুল রাজ্জাকের কথায়, ভারত অধিনায়ক বিরাট কোহলি যখন ফর্মে থাকেন, পরপর ভালো ইনিংস উপহার দেন। কিন্তু তাঁর মধ্যে সচিন তেন্ডুলকর গোত্রের ক্লাস নেই বলে মনে করেন প্রাক্তন পাক ক্রিকেটার।

একই সঙ্গে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান ক্রিকেট দলের ভরাডুবিতে অসন্তুষ্ট আব্দুল রাজ্জাক, দল নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, কেউ নেটে ভালো বল করলেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেবেন, তার কোনও মানে নেই। পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ ও হাসনাইন দুর্দান্ত প্রতিভা হলেও এত তাড়াতাড়ি তাঁদের টেস্টে সুযোগ দেয়া উচিত হয়নি বলে দাবি আব্দুল রাজ্জাকের।

English summary
Virat Kohli is not like Sachin Tendulkar, says Abdul Razzaq
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X