ক্যাঙারুর পর এবার কিউয়ি। ভারতের সামনে নতুন মিশন। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ান ডে সিরিজে ৪-১ হারানোর পরে এ বার সামনে নিউজিল্যান্ড।
তবে বিপক্ষ নিউজল্যান্ড ভারতীয় দলকে সমীহ করছে। সম্প্রতি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সব প্রতিপক্ষের বিরুদ্ধেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন কোহলি এন্ড কোং।নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও জানিয়েছেন, নিজেদের মাঠে ভারত বেশ শক্ত প্রতিপক্ষ। খাতায় কলমে ভারত এগিয়ে থাকলেও অত্যধিক আত্মবিশ্বাসে ভেসে যেতে রাজি নন তাঁরা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি। বিরাট কোহলি জানিয়েছেন, 'একেবারে ঠাসা ক্রীড়াসূচি আমাদের সামনে। এই নিয়ে আমাদের আলোচনায় বসা দরকার। নিউজিল্যান্ডকেই দেখুন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ওরা ক্রিকেট খেলেইনি। এ রকম একটা লম্বা ছুটি কাটিয়ে ওরা আসছে। এই ব্যাপারগুলোই ভাল খেলা ও না খেলার মধ্যে তফাৎ গড়ে দেয়।'
#TeamIndia had a long and an intense training session in Mumbai. Here’s a 🎥 recap. #INDvNZ pic.twitter.com/9Z3hH2TFaj
— BCCI (@BCCI) October 20, 2017
পেস বোলারদের ফিটনেস নিয়েও চিন্তিত ভারত অধিনায়ক, বলেন, 'প্রত্যেককেই ফিরে আসতে সময় দেওয়া দরকার। বিশেষ করে পেসারদের। মহম্মদ শামি, উমেশ যাদবকে যেমন আমরা টেস্ট সিরিজে তাজা পেতে চাই। সে জন্যই ওদের বিশ্রাম দেওয়া হয়েছে। কয়েকজন ব্যাটসম্যানকেও অদূর ভবিষ্যতে বিশ্রাম দিতে চাই। যাতে ওরা বিদেশ সফরে কাজে আসে।'
The more the merrier. Captain @imVkohli more than happy to have a strong pool of bowlers #TeamIndia #INDvNZ pic.twitter.com/UUmHdVphLX
— BCCI (@BCCI) October 21, 2017
আসলে এই জন্যেই ভারতীয় দলের ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার কাজ চালাচ্ছেন বিরাট কোহলি। তাঁর মতে সতেজ প্লেয়াররাই পারফর্ম করতে পারেন, পাশাপাশি দলের রিজার্ভ বেঞ্চও ম্যাচ প্র্যাকটিশ করে শক্তিশালী হয়ে ওঠে।
পান মাইখেল-এর ব্রেকিং নিউজ অ্যালার্ট Subscribe to Bengali MyKhel.
ক্রিকেট ভালবাসেন? প্রমাণ দিন! খেলুন মাইখেল ফ্যান্টাসি ক্রিকেট