For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন-শেহবাগ-দ্রাবিড়ের কোন রেকর্ড ছোঁয়ার হাতছানি কোহলির সামনে!

বুধবার ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত। কপাল ভালো থাকলে এই টেস্ট সিরিজে বেশ কয়েকটি রেকর্ডের বুনন দেখতে পারে বিশ্বের ক্রিকেট প্রেমীরা।

  • |
Google Oneindia Bengali News

বুধবার ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত। কপাল ভালো থাকলে এই টেস্ট সিরিজে বেশ কয়েকটি রেকর্ডের বুনন দেখতে পারে বিশ্বের ক্রিকেট প্রেমীরা। যার সর্বাগ্রে থাকতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ ও রাহুল দ্রাবিড়কে ছোঁয়ার মুখে দাঁড়িয়ে ভিকে।

কিশোর কুমারের আসল নাম কি?

কিশোর কুমারের আসল নাম কি?

সারা বিশ্বে কাছে তিনি কিশোর কুমারের নামে পরিচিত হলেও তাঁর আসল নাম আভাস কুমার গাঙ্গুলি।

 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০০

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০০

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ১০০০ ও তার বেশি রান রয়েছে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ ও রাহুল দ্রাবিড়ের। এই নজির এখনও পর্যন্ত অন্য কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই।

কিশোর কুমারের অনন্য প্রতিভা

কিশোর কুমারের অনন্য প্রতিভা

কিশোর কুমার শুধুমাত্র একজন ভালো গায়কই ছিলেননা, তিনি একজন ভালো অভিনেতাও ছিলেন। পাশাপাশি গান লেখা এবং গানের সুর তৈরিতেও সমান পারদর্শী ছিলেন।

বিরাট কোহলির দৌড়

বিরাট কোহলির দৌড়

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯টি টেস্ট (১৬টি ইনিংস) খেলে ৭৫৮ রান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুটি শতরান রয়েছে তাঁর। আর ২৪২ রান করলেই তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ১০০০ রানের মালিক হবেন। ঘরের মাঠে তিনি সেই মাইলস্টোন ছোঁবেন বলেই আশা ক্রিকেট প্রেমীদের।

কিশোর কুমার কোন গায়কের অন্ধ ভক্ত ছিলেন জানেন?

কিশোর কুমার কোন গায়কের অন্ধ ভক্ত ছিলেন জানেন?

আমরা যার গান শুনে মোহিত হই সেই কিশোর কুমার ছিলেন কেএল সায়গলের গায়কির বিরাট ফ্যান।

এক নজরে তালিকা

এক নজরে তালিকা

১) সচিন তেন্ডুলকর : ২৫টি টেস্টে (৪৫ ইনিংস) ৪২.৪৬-র গড়ে ১৭৪১ রান করেছেন সচিন তেন্ডুলকরের। প্রোটিয়াদের বিরুদ্ধে ৭টি শতরান রয়েছে তাঁর।

২) বীরেন্দ্র শেহবাগ : ১৫টি টেস্টে (২৬ ইনিংস) ১৩০৬ রান করেছেন বীরেন্দ্র শেহবাগ। ৫টি শতরান (একটি ত্রিশতরান) রয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনারের।

৩) রাহুল দ্রাবিড় : ২১টি টেস্টে (৪০ ইনিংস) ১২৫২ রান করেছেন রাহুল দ্রাবিড়। ২টি শতরান রয়েছে তাঁর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৯৭৬ ও ৯৪৭ রান করেছেন যথাক্রমে ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

ছবিতে গাওয়া তার প্রথম গাওয়া গান

ছবিতে গাওয়া তার প্রথম গাওয়া গান

বিমল রায়ের ছবিতে "ছোটা সা ঘর হোগা" দিয়ে শুরু হয়েছিল। এই ছবিতে মিউজিক পরিচালক ছিলেন সলিল চৌধুরী।

দুই সেরার টক্কর

দুই সেরার টক্কর

দেব আনন্দ অভিনীত মুনিমজি ছবিতে প্রথমে মহম্মদ রফির গান কথা থাকলেও তাঁর পরিবর্তে বেছে নেওয়া হয় কিশোর কুমারকে।

বন্ধুত্বপূর্ণ ছিল তাঁদের সম্পর্ক

বন্ধুত্বপূর্ণ ছিল তাঁদের সম্পর্ক

মুনিমজি ছবিতে গান গাওয়ার ঘটনার পর অনেক গুজব রটেছিল মহম্মদ রফি এবং কিশোর কুমারকে নিয়ে। ৭০ থেকে ৮০ র দশকে বহু জনপ্রিয় গানে একসাথে কাজ করে সেই গুজবকে ভুল প্রমান করেন।

English summary
Virat Kohli is ready to join Sachin Tendulkar, Virender Sehwag and Rahul Dravid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X