For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া: সচিনের ডেরাতেই সচিনের রেকর্ড ছুঁয়ে ফেলার সামনে বিরাট

India vs Australia, virat kohli, Australia, ind vs aus, Sachin Tendulkar, ভারত, অস্ট্রেলিয়া, বিরাট বনাম অস্ট্রেলিয়া, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঘরের মাঠে মুম্বইয়ের ওয়াংখেড়েতে সচিনের রেকর্ড ভাঙার সামনে ভারত অধিনায়ক কিং বিরাট কোহলি।

সচিনের থেকে বিরাট কত দূরে

সচিনের থেকে বিরাট কত দূরে

আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই ফর্ম্যাটে সচিনের সংগ্রহ ৪৯টি সেঞ্চুরি। এই তালিকায় সচিনের পরেই রয়েছেন বিরাট কোহলি। কোহলি এই মুহূর্তে ওডিআই ক্রিকেটে ৪৩টি শতরান হাঁকিয়েছেন। কিংবদন্তি সচিনের ওডিআই সেঞ্চুরি সংখ্যা থেকে এখন ৬টি সেঞ্চুরি দূরে রয়েছেন বিরাট।

কী সেই রেকর্ড

কী সেই রেকর্ড

অন্যদিকে দেশের মাটিতে ওডিআইয়ে সচিনের ঝুলিতে ১৯টি সেঞ্চুরি রয়েছে। এই পরিসংখ্যানে বিরাটের সংগ্রহ ১৮টি সেঞ্চুরি। ঘরের মাঠে দেশের ক্রিকেট সমর্থকদের সামনে বিরাট এখনও পর্যন্ত ১৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। অর্থাৎ ঘরের মাঠে সচিনের ওডিআই সেঞ্চুরি সংখ্যা থেকে ১টি মাত্র সেঞ্চুরি দূরে বিরাট। মুম্বইয়ের ওয়াংখেড়েতে সেঞ্চুরি হাঁকালেই ক্রিকেটঈশ্বর সচিনকে ছুঁয়ে ফেলবেন বিরাট।

অধিনায়ক হিসেবে দ্রুততম ১১ হাজারের মালিক বিরাট

অধিনায়ক হিসেবে দ্রুততম ১১ হাজারের মালিক বিরাট

উল্লেখ্য ওডিআই ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে কোহলি এখন দ্রুততম ১১ হাজার রানের মালিক হয়েছেন। অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ১৯৬ ইনিংস খেলে বিরাট এই কীর্তি গড়েছেন। এর আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ২৫৩ ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান হাঁকিয়েছিলেন।

বিরাটের ঝুলিতে ওডিআই রান

বিরাটের ঝুলিতে ওডিআই রান

দেশের জার্সিতে ২৪২টি ওডিআই খেলে, বিরাট ৪৩টি সেঞ্চুরি করেছেন, সব মিলিয়ে সংগ্রহ ১১৬০৯ রান।

English summary
ভারত বনাম অস্ট্রেলিয়া: সচিনের ডেরাতেই সচিনের রেকর্ড ছুঁয়ে ফেলার সামনে বিরাট
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X