For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বেশ করেছি ছুটি নিয়েছি', কায়দায় বিরাটের জবাব, ফোকাসে আইপিএল ভারত অধিনায়কের

কেন বিশ্রাম প্রয়োজন খোলসা করলেন বিরাট কোহলি, আইপিএলে পাওয়া যাবে এক সতেজ বিরাটকে জানালেন তিনি।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

অপরাজেয় কোহলি। বিরাট কোহলি ক্রিকেট কেরিয়ারের যেখানে রয়েছেন তাতে তাঁর সম্পর্কে এই শব্দটাই ব্যবহার করছে ক্রিকেট মহল। কেউই রান মেশিন বিরাটকে আটকাতে পারছে না। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সফর থেকে যে ঝলক শুরু হয়েছে তা এখন গোটা সিনেমা হয়ে যাচ্ছে।

'বেশ করেছি ছুটি নিয়েছি', কায়দায় বিরাটের জবাব

ভারতীয় ক্রিকেটের অধিনায়ক পদে আসার পর থেকেই বিরাট কোহলি দলের ক্রিকেটারদের ফিটনেসের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এখন সারা বিশ্বের কাছে ভারতীয় দলের ফিটনেস একটা ঈর্ষার বিষয়। তবে নিজের এই ফিটনেসকেই পুরো মাত্রায় ফিরিয়ে আনতে শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজে অংশ নেননি কোহলি। যে হালকা চোটগুলি আছে সেগুলো সারিয়ে যাতে পুরো ফিট হয়ে উঠতে পারেন তারই চেষ্টায় কোহলি।

এবার নিজের কাজের চাপ নিয়ে মুখ খুললেন কোহলি। জীবনের কোনও কিছু নিয়েই আড়ালে কথা বলতে ভালোবাসেন না ভারতের বর্তমান অধিনায়ক। আর তাই এই বিশ্রাম নিয়ে সোজাসাপ্টা উত্তর দিলেন তিনি।

বিরাট কোহলি জানিয়েছেন, 'কয়েকটা হালকা চোট আছে , যেগুলি আমি কাটিয়ে উঠছি। কাজের চাপ আমার কথার কিছুটা অবাধ্য হচ্ছিল। আমার শরীরকে কতটা সঠিকভাবে দেখভাল করি সেটা গুরুত্বপূর্ণ। এর ওপর নির্ভর করবে আমার মন,আমার ক্রিকেট। এরকম সময় খুবই গুরুত্বপূর্ণ। আমি দারুণভাবে উপভোগ করছি। আমি কোনও কিছুই একবিন্দুও মিস করছি না। '

'বেশ করেছি ছুটি নিয়েছি', কায়দায় বিরাটের জবাব

তবে নিজে ক্রিকেট না খেললেও ক্রিকেটের মধ্যেই রয়েছেন। ভারতীয় দলের খেলার প্রতিটা মুহূর্তে কড়া নজর তার। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ভারতীয় দলের ভালো জয় মনে করছেন বিরাট কোহলি। কোহলি আরও জানিয়েছেন এই বিশ্রামের পর আইপিএলে এক সতেজ বিরাটকে দেখতে পাওয়া যাবে।

'বেশ করেছি ছুটি নিয়েছি', কায়দায় বিরাটের জবাব

এদিকে কোহলি রজার ফেডেরারের বিশ্রাম পলিসি থেকে অনুপ্রেরণা নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, '‌রজার আমার কাছে সর্বকালীন সেরা। যখন খেলে, সেটা সুন্দর লাগে। এখন ওঁর পরিবার আছে। কখন কোনটাকে গুরুত্ব দেবে, সেটা ঠিক করে ফেলেছে। কে কী বলল, তার তোয়াক্কা না করে ইচ্ছে মতো কোর্ট থেকে সরে দাঁড়াচ্ছে। তারপর আবার ফিরে এসে ৩৬ বছর বয়সে গ্র‌্যান্ডস্লাম জিতছে। সব নিয়ম, যুক্তি ভুল প্রমাণ করছে। আমিও নিয়মে বাঁধা জীবন পছন্দ করি না। ওঁকে আমি দারুণ শ্রদ্ধা করি। ‌'

English summary
Virat Kohli justifies why this rest is much needed for his body. He says he will come fresh in IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X