For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোর্বসের তালিকায় ভারত থেকে একমাত্র বিরাট কোহলি, বার্ষিক আয়ের অঙ্ক কত? তালিকায় কত নম্বরে?

বার্ষিক আয়ের বিচারে ফোর্বসের তালিকায় ভারত থেকে একমাত্র বিরাট, কত নম্বরে রয়েছেন কোহলি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কা। ম্যারাথন লকডাউনের কারণে বিভিন্ন দেশ এখন আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিচ্ছে। যেকারণে ইতিমধ্যে বিভিন্ন দেশে খেলোয়াড়াদের বেতনে হ্রাস টানা শুরু হয়েছে। এর মাঝেই এবার বার্ষিক আয়ের বিচারে স্পোর্টস সেলেবদের তালিকা প্রকাশ করলে ফোবস। গত এক বছরে সর্বোচ্চ বেতন পাওয়া অ্যাথলিটদের তালিকা প্রকাশ করেছে ফোবস।

তালিকায় ভারত থেকে একমাত্র বিরাট

তালিকায় ভারত থেকে একমাত্র বিরাট

১০০ জন শীর্ষ আয়ের অ্যাথলিটদের নাম প্রকাশ করেছে ফোবর্স। সেই তালিকায় ক্রীড়াদুনিয়ায় ভারতীয়দের মধ্যে একমাত্র বিরাট কোহলিরই নাম রয়েছে। সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়দের তালিকায় প্রথম একশো জনের মধ্যে জায়গা ধরে রেখেছেন কোহলি।

কোহলির আয় কত

কোহলির আয় কত

ফোবসের হিসেবে বলছে গত এক বছরে বিরাট কোহলি ২৬ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯৭ কোটি টাকা।

ক্রিকেট ও ক্রিকেট বহির্ভূত আয়ের হিসেব

ক্রিকেট ও ক্রিকেট বহির্ভূত আয়ের হিসেব

ফোর্বস ২০১৯-এর ১ জুন থেকে ২০২০-র ১ জুন পর্যন্ত সময়সীমায় ক্রীড়াবিদদের মোট আয়ের হিসাব করে নতুন তালিকা প্রকাশ করেছে। যেখানে বিরাট ক্রিকেট খেলে ২ মিলিয়ন ডলার আয় করেছেন। বাকি ২৪ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্যিক চুক্তি থেকে বিরাটে পেয়েছেন বলে হিসেব।

৩৪ ধাপ উপরে

৩৪ ধাপ উপরে

এই তালিকায় গতবছর বিরাট ১০০তম স্থানে ছিলেন। প্রথম একশোর তালিকায় ৩৪ ধাপ উঠে এখন ৬৬ নম্বরে রয়েছেন কোহলি।

তালিকায় রোনাল্ডো-মেসিকে পিছনে ফেললেন রজার

তালিকায় রোনাল্ডো-মেসিকে পিছনে ফেললেন রজার

সর্বোচ্চ আয়ের খেলোয়াড়দের তালিকায় এবছর বার্ষিক উপার্জনের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে পিছনে ফেলে এক নম্বরে টেনিস তারকা রজার ফেডেরার।

আয়ের অঙ্ক

আয়ের অঙ্ক

ফোবসের তথ্য অনুযায়ী গত ১২ মাসে ফেডেরার ১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন। সেখানে শেষ এক বছরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১০৫ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছেন। মেসির ১০৪ মিলিয়ন মার্কিন ডলার রোজগার করেছেন। প্রসঙ্গত এই প্রথম টেনিস থেকে রজার ফোবসের বিচারে খেলোয়াড়দের বার্ষিক রোজগারের তালিকায় শীর্ষস্থানে পৌঁছলেন।

English summary
Virat Kohli only Indian to feature in the Forbes’ list of top 100 highest-paid athletes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X