For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি, কুর্নিশ কিউয়িদেরও

কানপুরে ব্যাটিং সহায়ক পিচেও ভারতীয় বোলারদের কামাল। তাঁদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বিরাট কোহলি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কানপুরে সিরিজ নির্ণায়ক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় দলের। পাল্লা দিয়ে পারফর্ম করলেন কিউয়ি ক্রিকেটাররা। ব্যাটসম্যান-বোলারদের দাপুটে লড়াইতে জমজমাট ক্রিকেট। হাই স্কোরিং ম্যাচে বুমরাহ ও চাহাল যেভাবে বল করেন , তাতে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ড যেভাবে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল তারও প্রশংসা করেন বিরাট।

বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি, কুর্নিশ কিউয়িদেরও

বুমরাহ এদিন ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। যজুবেন্দ্র চাহাল একটা গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট নিয়ে বাজিমাত করেন। ফলে দারুণ খুশি ভারত অধিনায়ক বিরাট কোহলি খুবই খুশি তাঁদের পারফরম্যান্সে। সকলেই চাইছেন যেভাবে হোক দলের জয়ে অবদান রাখতে এটাতেই বেরিয়ে আসছে সেরা ফলাফল মনে করছেন বিরাট।

বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি, কুর্নিশ কিউয়িদেরও

বিরাট এদিন বলেছেন, 'বোলারদের জন্য এটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, কারণ উইকেটে খুব ভালো বল আসছিল, তারমধ্যে ওঁরা যেভাবে বল করেছে সেটা দারুণ। এটা একটা নকআউট গেমে পরিণত হয়েছিল, কিন্তু ওঁরা রঙ দেখিয়েছে।'

বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি, কুর্নিশ কিউয়িদেরও

সম্প্রতি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সকলেই ভারতের বিরুদ্ধে খাপ খুলতে পারেনি, কিন্তু নিউজিল্যান্ড ভালোরকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এদিকে তিনটি ম্যাচেই নিউজিল্যান্ড রীতিমতো ভালো পারফরম্যান্স করেছে। বিরাট আরও বলেছেন, 'নিউজিল্যান্ড কৃতিত্বের দাবিদার,তিনটি ম্যাচেই ওঁরা আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এবং ফলে আমাদের সেরাটা দিতে হবে। '

বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি, কুর্নিশ কিউয়িদেরও

বিরাট নিজে শতরান করেছেন, উল্টোদিকে রোহিতও শতরান করেছেন। সব মিলিয়ে পিচটা কতটা ব্যাটিং সহায়ক ছিল নিজেরা ভালোই জানেন। তাই যেন বোলারদের প্রশংসা থেকে বিরত থাকেননি বিরাট তিনি তাই বোলারদের প্রসঙ্গে আরও বলেছেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বোলারদের আমি কিছু বলব না। ওঁরা যা করতে চায় তাই করবে। আমি শান্ত ছিলাম, মাঠে শিশিরের সমস্যাও ছিল। আমি খুশি ক্রিকেটাররা তাঁদের কাজে সফল হয়েছে। '

English summary
Virat Kohli praises his team for brilliant performance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X