For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থ-শ্রেয়স-শুভমানদের জন্য প্রশংসায় এই কথা বললেন বিরাট

প্রতিভার দিক থেকে ১৯-২০ বছর বয়সে পন্থ-শ্রেয়স-শুভমানদের ধারে কাছে ছিলেন না বিরাট! ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ব্যাটিং কাণ্ডারিদের উদ্দেশে এক সাক্ষাৎকারে এমনটাই বলছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

প্রতিভার দিক থেকে ১৯-২০ বছর বয়সে পন্থ-শ্রেয়স-শুভমানদের ধারে কাছে ছিলেন না বিরাট! ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ব্যাটিং কাণ্ডারিদের উদ্দেশে এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

পন্থ-শ্রেয়স-শুভমানদের জন্য প্রশংসায় এই কথা বললেন বিরাট

ভারতীয় ক্রিকেটের উদীয়মান ক্রিকেটারদের প্রসঙ্গে বলতে গিয়ে কোহলি বলেন, 'প্রতিভার দিক থেকে ঋষভ পন্থ(২১), শ্রেয়স আইয়ার(২৪), শুভমান গিলরা(১৯ বছর) এই বয়সে অনেক এগিয়ে। ১৯-২০ বছর বয়সে ওরা দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে ক্রিকেট খেলে। ঐ বয়সে ওদের আত্মবিশ্বাসের অর্ধেকটুকু আমাদের প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ছিল না।'

ভারতীয় ক্রিকেটের এই একঝাঁক তরুণ প্রতিভাদের উঠে আসার জন্য আইপিএলের মতো টুর্নামেন্টকে ধন্যবাদ দিচ্ছেন ভিকে। আইপিএল টুর্নামেন্টের প্রশংসা করে বিরাট বলেছেন, 'এখনকার তরুণ প্রতিভারা শুরু থেকেই আইপিএলের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। বড় মঞ্চে খেলার এই সুযোগ ভারতীয় তরুণ ক্রিকেটারদের অনেক পরিণত করেছে। গ্যালারির চিৎকার, বিদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পায় তারা।'

প্রসঙ্গত ভারতীয় ক্রিকেটের এক মুহূর্তে বোলিং সেনশেসন জসপ্রীত বুমরাহ আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের প্রোডাক্ট। আইপিএলে নজর কেড়েই আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান হার্দিক পান্ডিয়ার। হার্দিকের বড় ভাই ক্রুণালও মুম্বই ইন্ডিয়ান্সে খেলে নজর কেড়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন।

ভারতীয় দলের স্পিন জুটি কুলদীপ-চাহালের উত্থানের পিছনেও আইপিএলের অবদান অনশ্বীকার্য। আইপিএলের মঞ্চ থেকেই বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেয়ে বিশ্বকাপ খেলেছেন ঋষভ পন্থ। ২০১৯ আইপিএলে নাইট জার্সিতে নজর কেড়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী শুভমান গিল। শেষবার আইপিএলের সেরা তরুণ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গিল।

English summary
Virat Kohli praises three youngsters, says at 19-20 we were not even half the players
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X