For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের সেরা বিরাট, বিসিসিআইয়ের নয়া সম্মান ডালমিয়াকে

১২ জুন ভারত বনাম আফগানিস্তান ঐতিহাসিক টেস্টের আগে এই অনুষ্ঠান আয়োজন করতে চলেছে বিসিসিআই আর সেই অনুষ্ঠানে ফের একবার সংবর্ধিত হতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে বসতে চলেছে বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।।১২ জুন ভারত বনাম আফগানিস্তান ঐতিহাসিক টেস্টের আগে এই অনুষ্ঠান আয়োজন করতে চলেছে বিসিসিআই আর সেই অনুষ্ঠানে ফের একবার সংবর্ধিত হতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ তে লাগাতার ভাবে ভাল পারফরম্যান্স করার জন্য পলি উমরিগড় পুরস্কার দিয়ে সংবর্ধিত করা হবে বিরাটকে।

ফের সেরা বিরাট, বিসিসিআইয়ের নয়া সম্মান ডালমিয়াকে

শুধু বিরাটকেই নয়, মহিলাদের ক্রিকেটারদেরকেও পুরস্কৃত করবে এই অনুষ্ঠানে বিসিসিআই। ২০১৬-১৭ সালে ভালো পারফর্ম করার জন্য হরমনপ্রীত কউর এবং ২০১৭-১৮ সালে ভাল পারফর্ম করার জন্য স্মৃতি মন্দনাকে সম্মানিত করবে বিসিসিআই।

প্রবাদপ্রতীম ক্রীড়া সংগঠক জগমোহন ডালমিয়ার স্মৃতিতে চারটি পুরস্কারও চালু করছে বিসিসিআই। অনূর্ধ্ব-১৭ বিজয় মারচেন্ট ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সর্বোচ্চ উইকেট শিকারীকে জগমোহন ডালমিয়া ট্রফি দিয়ে পুরস্কৃত করবে বিসিসিআই। পাশাপাশি মহিলা ক্রিকেটে সেরা জুনিয়র এবং সেরা ক্রিকেটারকে দেওয়া হবে এই পুরস্কার। পাশাপাশি নয়টি বিভাগে পুরস্কার মূল্য এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে দেড় লক্ষ টাকা করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

পাশাপাশি নতুন পালক যোগ হচ্ছে সিএবির মুকুটেও। ২০১৬-১৭ সালে ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের জন্য সিএবি-কে সেরা রাজ্য ক্রিকেট সংগঠন হিসেবে বাছা হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে। ২০১৭-১৮ মরসুমের জন্য সেরা বাছা হয়েছে ডিডিসিএ-কে।

বিসিসিআইয়ের কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না বলেন, 'বিসিসিআই-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এমনই একটা জায়গা যেখানে অতীতের তারকা এবং আগামীর উজ্জ্বল প্রতিভা একই ছাদের তলায় আসেন।'

সিওএ চেয়ারম্যান বিনোদ রাই বলেন,'বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিজেতাদের আমি শুভেচ্ছা জানাই। মহিলা এবং পুরুষ উভয় বিভাগেই গত দুই বছর ভাল সময় কেটেছে ভারতীয় ক্রিকেটের জন্য। আমরা তাঁদের পারফরম্যান্সে গর্বিত এবং আমাদের পক্ষ থেকে এটা একটা ছোট পদক্ষেপ তাঁদের সম্মানিত করার জন্য।'

[আরও পড়ুন: ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাপিয়ে অনন্য রেকর্ড মিতালি রাজের][আরও পড়ুন: ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাপিয়ে অনন্য রেকর্ড মিতালি রাজের]

English summary
India Skipper Virat Kohli to receive polly umrigar award again in annual prize distribution ceremony of BCCI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X