For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে শহিদ ভারতীয় সেনা, শ্রদ্ধাবনত বিরাট-রোহিত-যুবি সহ দেশের ক্রীড়া মহল

লাদাখে শহিদ ভারতীয় সেনা, শ্রদ্ধাবনত বিরাট-রোহিত-যুবি সহ দেশের ক্রীড়া মহল

  • |
Google Oneindia Bengali News

লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধাবনত হয়েছে দেশের ক্রীড়া মহল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তনী যুবরাজ সিং, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহওয়াগ সহ অন্যান্যরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বিরাট কোহলি

লাদাখে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হওয়া ২০ জন ভারতীয় জওয়ানকে সেলাম ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সৈনিকদের থেকে আত্মত্যাগী আর কেউ হন না বলে লিখেছেন ভিকে। শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছেন কোহলি।

রোহিত শর্মা

দেশের আসল নায়কদের আত্মত্যাগকে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা।

যুবরাজ সিং

চিন সীমান্তে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং। এ ধরনের হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করেন যুবি। বিশ্বশান্তির পক্ষেও সওয়াল করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার।

ইরফান পাঠান

সীমান্তে যে সব ভারতীয় জওয়ান নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের কাছে দেশের মানুষ ঋণী থাকবেন বলে জানিয়েছেন দেশের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান।

হরভজন সিং

অবিলম্বে চিনের সব উপাদানের ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত বলে মনে করেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং।

বীরেন্দ্র শেহওয়াগ

চিন সীমান্তে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। চিনকে সাবধানও করেছেন তিনি।

কুলদীপ যাদব

শহিদ জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব।

শিখর ধাওয়ান

লাদাখে শহিদ হওয়া ২০ জওয়ানের আত্মবলিদান দেশের মানুষ মনে রাখবে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান।

সাইনা নেহওয়াল

চিন সীমান্তে শহিদ হওয়া সেনা জওয়ানদের সেলাম জানিয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।

ভারত-চিন সীমান্তে চিনা হামলার তীব্র নিন্দা, কড়া জবাবের দাবি জানালেন বাইচুং ভুটিয়াভারত-চিন সীমান্তে চিনা হামলার তীব্র নিন্দা, কড়া জবাবের দাবি জানালেন বাইচুং ভুটিয়া

English summary
Virat Kohli, Rohit Sharma condole death of Indian soldiers in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X