For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের পছন্দের কথা বলে প্রভাবিত করেননি কোহলি, বললেন সিএসি সদস্য গায়েকোয়াড়

টিম ইন্ডিয়ার কোচ নির্বাচন প্রক্রিয়া চলার মধ্যেই ওই পদে রবি শাস্ত্রীকেই তিনি আরও একবার দেখতে চান বলে সাফ জানিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার কোচ নির্বাচন প্রক্রিয়া চলার মধ্যেই ওই পদে রবি শাস্ত্রীকেই তিনি আরও একবার দেখতে চান বলে সাফ জানিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। কোচ নির্বাচন প্রক্রিয়া চলাকালীন দলের অধিনায়ক এভাবে নিজের পছন্দের কথা জানাতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে।

কোহলির আচরণে বিরক্ত হয়ে কেউ বিসিসিআই-র কোচ নির্বাচন প্রক্রিয়াকে প্রহসন বলে আখ্যা দেন। ভারতের ক্রিকেটীয় লেজেন্ড সুনীল গাভাসকর তো নির্বাচকদের 'পঙ্গু হাঁস' বলে আক্রমণ করেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই ওই পদে রবি শাস্ত্রীকে যোগ্য বলে দাবি তুলে বিতর্কে জড়ান বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য অংশুমান গায়েকোয়াড়। তা নিয়ে কম সওয়াল ওঠেনি। সেই তিনিই নাকি আরো একবার মুখ খুললেন! তবে এবার অধিনায়ক বিরাট কোহলির হয়ে।

রবি সম্পর্কে বিরাট

রবি সম্পর্কে বিরাট

পারফেকশানিস্ট অনিল কুম্বলেকে সরিয়ে যখন রবি শাস্ত্রীকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করার পিছনে অধিনায়ক বিরাট কোহলির সমর্থন ছিল বলে অনেকে দাবি তুলেছিলেন। সেই দাবি যে অমূলক নয়, তা নিজেই প্রমাণ করে দিলেন টিম ইন্ডিয়ার সুপ্রিমো। গত সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরাট কোহলি সাফ জানান যে তিনি রবি শাস্ত্রীকেই ভারতীয় দলের কোচ হিসেবে দেখতে চান। বিশ্বকাপের সেমিফাইনাল হারলেও ভারতীয় দল যে রবি শাস্ত্রী কোচিংয়ে খুব একটা খারাপ পারফরম্য়ান্স করেনি, তা স্মরণ করাতে ভোলেননি মিস্টার রান মেশিন।

কী প্রতিক্রিয়া

কী প্রতিক্রিয়া

বিশ্বকাপ বিপর্যয়ের পর কে হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ, তা ঠিক করতে কপিল দেবের নেতৃত্বে তিন সদস্যের দল গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে ইতিমধ্যে বেশ কিছু আবেদন জমাও পড়েছে। তার মধ্যেই কিছুটা অযাচিত ভাবেই টিম ইন্ডিয়ার কোচ পদে নিজের পছন্দের কথা জানিয়ে অধিনায়ক বিরাট কোহলি সঠিক কাজ করেননি বলেই মত প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। এভাবে কোহলি ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির উপর চাপ তৈরির চেষ্টা করছেন বলেও একাংশের তরফে দাবি করা হয়।

অংশুমানের মত

অংশুমানের মত

কোচ নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নিজের পছন্দের কথা বলে বিরাট কোহলি যে অন্যায় করেছেন, তেমনটা মনে করেন না ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য অংশুমান গায়েকোয়াড়। তাঁর কথায়, দলের অধিনায়ক অনেক কিছুই বলতে পারেন। কিন্তু তাঁর কথা কোচ নির্বাচন কমিটির সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করবে না বলেই মনে করেন অংশুমান গায়েকোয়াড়।

English summary
Virat Kohli's comments on Ravi Shastri will not influence CAC, says Anshuman Gaekwad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X