For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবা ঘুষ দিতে চাননি বলে কেঁদেছিলেন বিরাট, সেখান থেকেই সেরা হওয়ার লড়াইও শুরু

ঘুষ দিয়ে ছেলেকে জুনিয়ক ক্রিকেট দলে জায়গা করে দিতে চাননি বিরাট কোহলির বাবা প্রেম কোহলি। কারণ বিরাটের প্রতিভার প্রতি তাঁর আস্থা ছিল বরাবার।

  • |
Google Oneindia Bengali News

ঘুষ দিয়ে ছেলেকে জুনিয়ক ক্রিকেট দলে জায়গা করে দিতে চাননি বিরাট কোহলির বাবা প্রেম কোহলি। কারণ বিরাটের প্রতিভার প্রতি তাঁর আস্থা ছিল বরাবার। বাবা-ছেলের বোঝাপড়াও ছিল দুর্দান্ত। তাই বাবার মৃত্যু তাঁকে অন্য মানুষ বানিয়ে দিয়েছিল বলে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে বলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

দিল্লি ক্রিকেট নিয়ে বিরাট

দিল্লি ক্রিকেট নিয়ে বিরাট

সুনীল ছেত্রীর সঙ্গে ইস্টাগ্রামের লাইভ সেশনের কথোপকথনে বিরাট কোহলি বলেছেন, দিল্লি থেকে ক্রিকেট খেলে উঠেছেন তিনি। এই রাজ্যে সবকিছু প্রতিভার নিরিখে হয় না বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিনি নিজে অনিয়মে আহত হয়েছিলেন বলেও জানিয়েছেন বিরাট।

ঘুষ দিতে চাননি বাবা

ঘুষ দিতে চাননি বাবা

বিরাট কোহলি সেই সময়ের কথা উত্থাপন করেছেন, যখন তিনি জুনিয়র স্তরে ক্রিকেট খেলতেন। দিল্লির একটি নামকরা দলে সুযোগ পাওয়ার মুখে দাঁড়িয়ে ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেই সময় ওই দলের এক কর্তা বিরাটের বাবা প্রেম কোহলিকে বলেছিলেন, ছেলের মধ্যে প্রতিভা রয়েছে। অতিরিক্ত কিছু (ঘুষ) দিলে বিরাট দলে নির্বাচিত হতে পারেন বলে তাঁর বাবাকে বলেছিলেন ওই ক্রিকেট কর্তা। কিন্তু পেশায় আইনজীবী প্রেম কোহলি সেদিন ঘুষ দিতে সরাসরি অস্বীকার করেছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। এর জন্য তাঁকে ওই দলে নির্বাচন করা হয়নি বলেও জানিয়েছেন ভিকে।

খুব কেঁদেছিলেন

খুব কেঁদেছিলেন

ভালো খেলেও দল থেকে বাদ পড়ায় খুব কষ্ট পেয়েছিলেন বিরাট কোহলি। সেদিন সারারাত তিনি কেঁদেছিলেন। মনে মনে তিনি বাবা প্রেম কোহলির ওপর রাগ করেছিলেন বলেও জানিয়েছেন বিরাট। তবে সেই ঘটনা থেকে তিনি জীবনভরের শিক্ষা পেয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের ক্রিকেট আইকন। সেদিনের পর থেকে তিনি নিজের পরিশ্রমের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিলেন বলেও জানিয়েছেন বিরাট কোহলি। কারণ তাঁর বিশ্বাস, পরিশ্রম ও স্বদিচ্ছার কোনও বিকল্প নেই।

১৮ বছর বয়সে বাবাকে হারান

১৮ বছর বয়সে বাবাকে হারান

মাত্র ১৮ বছর বয়সে বাবা প্রেম কোহলিকে হারিয়েছিলেন বিরাট কোহলি। জীবনের আদর্শ বাবাকে হারিয়ে বুক ফেটে গিয়েছিল তাঁর। কিন্তু প্রেম কোহলির মৃত্যু তাঁকে আরও পরিণত মানুষ হতে শিখিয়েছিল বলে জানিয়েছেন বিরাট। বলেছেন, বাবার মৃত্যুতে তিনি আরও বেশি ভালো খেলার অনুপ্রেরণা পেতে থাকেন। এক বছর পর তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেছিলেন বলে জানিয়েছেন ভিকে।

গৌতি-ভাজ্জি-যুবির পর 'কাশ্মীর' মন্তব্যে আফ্রিদিকে আক্রমণ আরও দুই ভারতীয় ক্রিকেটারেরগৌতি-ভাজ্জি-যুবির পর 'কাশ্মীর' মন্তব্যে আফ্রিদিকে আক্রমণ আরও দুই ভারতীয় ক্রিকেটারের

English summary
Virat Kohli's father refused to give bribe for son's selection in junior team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X