For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উমেশের ব্যাটিং দেখে অবাক বিরাট, প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

১০ বলে ৩১। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে বোলার উমেশ যাদবের এই ধামাকা ভারতের স্কোর ৫০০-র কাছে নিয়ে যায়। একই সঙ্গে দুটি অনন্য রেকর্ডের মালিক হয়েছেন দিল্লির তারকা।

  • |
Google Oneindia Bengali News

১০ বলে ৩১। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে বোলার উমেশ যাদবের এই ধামাকা ভারতের স্কোর ৫০০-র কাছে নিয়ে যায়। একই সঙ্গে দুটি অনন্য রেকর্ডের মালিক হয়েছেন দিল্লির তারকা। ছুঁয়ে ফেলেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে।

উমেশের ব্যাটিং দেখে অবাক বিরাট, প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

রবিবার রাঁচিতে ব্যাট হাতে বাইশ গজে উমেশ যে খেল দেখালেন, তা অনেক ক্রিকেট প্রেমীর কাছেই অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। ভারত অধিনায়ক বিরাট কোহলির চোখেমুখেও ঠিক একই বিস্ময় ফুটে ওঠে। উমেশ যাদবের একের পর এক ছক্কা হাঁকানো দেখে ড্রেসিং রুমে কোহলির শিশু সুলভ উচ্ছ্বাস ক্যামেরাম্যানের লেন্স এড়িয়ে যায়নি। বিসিসিআই প্রকাশিত উমেশ ও বিরাটের সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে ভারতীয় ক্রিকেট দল। তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIndianCricketTeam%2Fposts%2F2689710501050626&width=500" width="500" height="539" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

রোহিত শর্মার দ্বিশত ও অজিঙ্ক রাহানের শতরানের দৌলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৯৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। কোনও অঘটন না ঘটলে তৃতীয় টেস্টেও টিম ইন্ডিয়ার জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন দেশের ক্রিকেট প্রেমীরা।

English summary
Virat Kohli's reaction after Umesh Yadav innings is priceless&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X