For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কী স্ত্রী ভাগ্যে ধন বিরাটের, ১০ কোটি অবধি বাড়তে পারে বেতন

বিরাট কোহলির বেতন এক ধাক্কায় এতটাই বাড়তে পারে যে শুনলে চমকে উঠতে হয়

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটারদের বেতনের খোলনলচে বদলে নিতে প্রস্তুতি সেরে নিচ্ছে সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর। এর আগে ভারতীয় ক্রিকেটারদের বেতন দিতে বিসিসিআইয়ের খরচ হত ১৮০ কোটি টাকা। তবে এবার সেটা বেড়ে হতে চলেছে ৩৮০ কোটি টাকা। আর বিরাট কোহলির বেতন বেড়ে হতে চলেছে নাকি ১০ কোটি টাকা।

এবার কী স্ত্রী ভাগ্যে ধণ বিরাটের, ১০ কোটি অবধি বাড়তে পারে

[আরও পড়ুন:হানিমুনে ব্যস্ত বিরুষ্কা, ঠিক কোন কাজ করছেন জানেন কি][আরও পড়ুন:হানিমুনে ব্যস্ত বিরুষ্কা, ঠিক কোন কাজ করছেন জানেন কি]

দিন কয়েক আগে বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী বিসিসিআই ও সিওএ কর্তাদের সঙ্গে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বৈঠক করেন। পুরোন স্যালারি ক্যাপে আন্তর্জাতিক ক্রিকেটাররা বিসিসিআইয়ের বার্ষিক রাজস্বের ২৬ শতাংশ প্লেয়ারদের মধ্যে বন্টিত হয়। আন্তর্জাতিক প্লেয়ার ১৩ শতাংশ , ঘরোয়া ক্রিকেটাররা ১০.৬ শতাংশ , ছোট ক্রিকেটররা ২.৪ শতাংশ টাকা পেত।

২০১৭ সালে ৪৬ টি ম্যাচ খেলে ৫.৫১ কোটি পেয়েছেন বিরাট কোহলি। এবার সেই টাকাটা বেড়ে ১০ কোটি টাকা হতে চলেছে।

রনজি ম্যাচ খেলে প্লেয়াররা যারা এতদিন ১২ -১৫ লক্ষ টাকা পেতেন তারা এই নতুন বেতনক্রমে ৩০ লক্ষ টাকা পেতে চলেছেন।

বিসিসিআইয়ের সূত্র জানিয়েছেন, 'সমস্ত প্লেয়ারদের বেতন কার্যত ১০০ শতাংশ বৃদ্ধি হতে চলেছে। শুধু আন্তর্জাতিক নয়, ঘরোয়া ক্রিকেটারদের বেতনেও একশ শতাংশ বৃদ্ধি হতে চলেছে। ক্রিকেটারারই যেহেতু বিসিসিআইয়ের রাজস্ব অর্জন করতে সাহায্য করে তাই সেই লভ্যাংশে তাঁদের অধিকার আছে। '

সোমবার দিন বিসিসিআইয়ের স্পেশাল জেনারেল বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায় এই ইস্যুটি তুলবেন বলে সম্ভবনা রয়েছে।

English summary
Virat Kohli's salary may jump to 10 crore says report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X