For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বিরুদ্ধে সেরাটা দেবে ভারত: বিরাট

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পর কোহলিদের ফোকাসে এবার ভারত-পাকিস্তান মহারণ। রবিবার ম্যাঞ্চেস্টারে সরফরাজদের বিরুদ্ধে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পর কোহলিদের ফোকাসে এবার ভারত-পাকিস্তান মহারণ। রবিবার ম্যাঞ্চেস্টারে সরফরাজদের বিরুদ্ধে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। নিউজিল্যান্ড ম্যাচ বাতিল হওয়ার পর পয়েন্ট ভাগাভাগি হয়ে নটিংহ্যামের লড়াইয়ে দাঁড়ি পড়তেই ভারত-পাক ম্যাচের আবহে ঢুকে পড়েছে নীলজার্সিধারীরা। নটিংহ্যামের মঞ্চ থেকে কোহলির প্রতিশ্রুতি,পাকিস্তান ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেবে ভারতীয় দল।

পাকিস্তানের বিরুদ্ধে সেরাটা উজার করে দেবে ভারত: বিরাট

বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে আম্পায়াররা একাধিকবার মাঠ পরিদর্শনে এলেও ভেজা মাঠের কারণে ম্যাচ শুরু করতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করেন তারা। পোস্ট ম্যাচ সাংবাদিক বৈঠকে এরপর প্রসঙ্গ ভারত-পাক মহারণ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক কোহলি বলেন, 'যে কোনও টুর্নামেন্টের অন্যতম সেরা আকর্ষণ ভারত-পাক ডুয়েল। প্রতিবারই এই ম্যাচ ঘিরে অন্য আবেগ থাকে।'

সঙ্গে কোহলি আরও জুড়েছেন, 'রবিবারের ম্যাচ ঘিরে মাঠের বাইরে উত্তেজনার পারদ চড়তে শুরু করলেও,মাঠে নামার পর ক্রিকেটাররা রিল্যাক্স থাকবে। পরিকল্পনা অনুযায়ী নিজেদের সেরাটা দেওয়াই আমাদের কাজ। কথা দিতে পারি, পাকিস্তান ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেবে ভারতীয় দল।'

পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড ভারতের। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৬ বার ম্যাচ খেলেছে ভারত, প্রতিক্ষেত্রেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছে ভারতীয় দল। রবিবার বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাসে সপ্তমবারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে নীল জার্সিধারীরা।

উল্লেখ্য পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছেন বিরাট। ২০১১ সালে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তরুণ বিরাট মাত্র ৯ রানে আউট হয়েছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৫ বিশ্বকাপে অবশ্য পাক দলের বিরুদ্ধে শতরান করে মাঠ ছেড়েছিলেন কোহলি। ১২৬ বল খেলে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট।

শিখর ধওয়ান ইস্যুতেও কিউয়ি ম্যাচের প্রেস কনফারেন্সে আলো ফেললেন কোহলি। বিরাট বলেন, আপাতত দু'সপ্তাহের জন্য শিখরকে মাঠের বাইরে থাকতে হবে। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে ধাওয়ানকে পাওয়ার বিষয়ে আশাবাদী দল।

English summary
Virat Kohli says Indo-Pak contest will bring best out of his team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X