For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর অধিনায়কত্বে কার ছাপ? নেতৃত্ব দেওয়ার কথা কোনও দিনও স্বপ্নে ছিল না! কেন বললেন বিরাট

তাঁর অধিনায়কত্বে কার ছাপ? নেতৃত্ব দেওয়ার কথা কোনও দিনও স্বপ্নে ছিল না! কেন বললেন বিরাট

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনের মাঝে এবার ক্রিকেট নিয়ে অশ্বিনের সঙ্গে লাইভ চ্যাটে আড্ডা দিলেন বিরাট কোহলি। প্রাণঘাতী ভাইরাসের কারণে দেশে চলতে থাকা ম্যারাথন লকডাউনে ভারতের ফুটবল কোচ সুনীল ছেত্রী, বাংলাদেশের তামিম ইকবালের সঙ্গে লাইভ চ্যাটে বসেছেন বিরাট। এবার ক্রিকেট সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আড্ডা দিলেন। বেরিয়ে এল অনেক অজানা কথা।

 বিরাটের অধিনায়কত্বের ধোনির প্রভাব

বিরাটের অধিনায়কত্বের ধোনির প্রভাব

নিজের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন বিরাট। অশ্বিনের লাইভ অনুষ্ঠানে বিরাট স্বীকার করে নিলেন যে, তাঁর নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনির গভীর প্রভাব।

অধিনায়ক হওয়ার কোনও ইচ্ছেই নাকি ছিল না

অধিনায়ক হওয়ার কোনও ইচ্ছেই নাকি ছিল না

অশ্বিনের আড্ডায় ফ্যানেদের বিরাট জানিয়েছেন, 'ক্যাপ্টেন হওয়াটা কোনও দিনই আমার স্বপ্ন ছিল না। বরাররই বিশ্বমানের সেরা ব্যাটসম্যান হতে চেয়েছিলাম। ক্রিকেটে কেরিয়ারে ধোনির সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। আমার সময়ে যারা ক্রিকেটে এসেছেন, সমৃদ্ধি পেয়েছেন সবার মধ্যেই ধোনির প্রভাব রয়েছে। আমি সব সময়ই এমএসের সঙ্গে কথা বলতাম। আমার অনেক কথা ও উড়িয়ে দিত। তবে ক্রিকেটের প্রচুর জিনিস নিয়ে ধোনি আলোচনাও করত। এতেই ক্রমে ধোনির আমার নেতৃত্ব দেওয়ার যোগ্যতার উপর বিশ্বাস তৈরি হয়েছিল। '

জায়গা তৈরি করতে হয়েছে

জায়গা তৈরি করতে হয়েছে

সেই সঙ্গে কোহলি জুড়েছেন, 'তবে এটা একদিনে হয়নি। আমার নেতৃত্বে ধোনির একটা ছাপ রয়েছে। তবে এই বিশ্বাসটা রাতারাতি আসেনি। ৮-৯ বছর ধরে এই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হয়েছে। '

অধিনায়ক হিসেবে বিরাটের সাফল্য

অধিনায়ক হিসেবে বিরাটের সাফল্য

অধিনায়ক হিসেবে টেস্টে ভারতকে ১ নম্বর দল করা, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে প্রথমবার ২-১ ব্যবধানে হারানো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ফাইনালে তোলা ও ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে সেমিফাইনালে তোলা অধিনায়ক বিরাটের মুকুটে বড় সাফল্য।

English summary
Virat Kohli says Never thought of becoming captain in my wildest dream
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X