For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনের থেকে ক্রিকেট শিখতে হবে বিরাটকে, এ কী বলছেন সেওয়াগ

সচিন তেন্ডুলকরের থেকে বিরাট কোহলিকে শিক্ষা নেওয়ার প্রস্তাব দিচ্ছেন নজফগড়ের নবাব। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিরাটকে নিয়ে বিশ্ববন্দনা চলছে। একের পর এক রেকর্ড পকেটে পুড়েছেন, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে একটিও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে। তবে এই নিয়ে চিন্তিত হতে নারাজ বীরেন্দ্র সেওয়াগ।

সচিনের থেকে ক্রিকেট শিখতে হবে বিরাটকে, এ কী বলছেন সেওয়াগ

বীরু সেওয়াগ চিরকাল ধামাকা ক্রিকেট খেলে এসেছেন। নজফগড়ের নবাবকে নিয়েও একসময় খরচ হয়েছ বহ নিউজপ্রিন্ট, বহু এয়ারটাইম। তাঁর মতে এটা অঙ্ক। কোনও ক্রিকেটার সবসময় একইরকম পারফর্ম করতে পারেন না। এটা একটা রেশিও যার ভিত্তিতেই ওঠে নামে পারফরম্যান্স গ্রাফ। তাই সিরিজের মাত্র ১৮০ রান করলেও বিরাটকে নিয়ে ভাবার কিছু নেই।

নজফগড়ের নবাব বলেছেন বিরাট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর থেকে আরও পরিণত হয়েছেন। নিজের ওপর দায়িত্ব আসাতে নিজের খেলাকে যেমন বিরাট পরিণত করেছেন, ঠিক তেমনিই দল পরিচালনার ক্ষেত্রেও নিপুণতা অর্জন করেছেন। এর প্রমাণ পরিসংখ্যানেই মেলে। যে বিরাট আগে বিভিন্ন শট এড়িয়ে যেতেন , ক্রিকেটার হিসেবে পরিণত হওয়ার পর সেই জায়গাগুলিতেও কাজ করেছেন বিরাট। এখন কোনও কিছুতেই আর ভয় পাননা তিনি।

সচিনের থেকে ক্রিকেট শিখতে হবে বিরাটকে, এ কী বলছেন সেওয়াগ

তবে বিরাটকে একটা বড় টিপস দিয়েছেন বীরু। তবে নিজের নয়, ক্রিকেট ভগবানের টিপস। সচিন বলতেন, 'তেন্ডুলকরের সবসময় বলতেন এক রানের জন্য কখনও উইকেট ছুঁড়বে না। একটা রান করতে গিয়ে কখনও নিজের উইকেট ছোঁড়া উচিত নয়, নিজের উইকেটের দাম দাও। তোমার উইকেটের মূল্য আছে। একটা ডট বল খেললে তো কোনও ক্ষতি নেই। একটা রানের লোভে নিজের দামি উইকেট ছুঁড়ে দিও না। '

English summary
Virat Kohli should learn from Sachin Tendulkar says, Virendra Shewag
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X