For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ইনিংস কোনটি, জানালেন বিরাট কোহলি

তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ইনিংস কোনটি, জানালেন বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলা অনবদ্য ইনিংস তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ ওই ম্যাচের পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি বলেও জানিয়েছেন ভিকে। কী ছিল ওই ইনিংসে, দেখে নেওয়া যাক।

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

২০১২ সালে বাংলাদেশে হয়েছিল এশিয়া কাপ। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়া টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সে দলের ওপেনার মহম্মদ হাফিজ ও নাসির জামশেদের মধ্যে ২২৪ রানের পার্টনারশিপ হয়েছিল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ৪৭.৫ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত।

বিরাটের কীর্তি

বিরাটের কীর্তি

পাকিস্তানের পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ভারত। শূণ্য রানে সাজঘরে ফিরে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তিন নম্বরে ব্যাট করতে নেমে চাপের মধ্যে অনবদ্য ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। ১৪৮ বলে ১৮৩ রান করে ভারতের হাতে কার্যত ম্যাচ তুলে দিয়েছিলেন ভিকে। ২২টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। বিরাটকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন সচিন তেন্ডুলকর (৫২) ও রোহিত শর্মা (৬৮)।

কেরিয়ার বদলে যায়

কেরিয়ার বদলে যায়

২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও কিছুতেই ব্যাটসম্যান হিসেবে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ওই ইনিংস তাঁকে বাড়তি আত্মবিশ্বাস জোগায় এবং সেখান থেকে তাঁর কেরিয়ার সঠিকভাবে টেক-অফ করে বলে দাবি করেছেন বিরাট কোহলি।

আর পিছনে তাকাতে হয়নি

আর পিছনে তাকাতে হয়নি

পাকিস্তানের বিরুদ্ধে ওই ইনিংসের পর তাঁকে আর পিছনে তাকাতে হয়নি বলে জানিয়েছেন বিরাট কোহলি। উল্লেখ্য এক বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার ৩৫৯ রান তাড়া করে জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচেও ৫০ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

করোনায় মাঝে ঝুঁকির ক্রিকেট, জিজ্ঞাসাবাদ মুখে পড়তে পারেন ক্রিকেটারকরোনায় মাঝে ঝুঁকির ক্রিকেট, জিজ্ঞাসাবাদ মুখে পড়তে পারেন ক্রিকেটার

English summary
Virat Kohli speaks about his 'game-changer' innings against Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X