For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লেবাননের বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণ, বিরাট-যুবিদের সমবেদনা, প্রার্থনা জানালেন মিতালি-সিন্ধু

লেবাননের বেইরুটে বিধ্বংসী বিস্ফোরণ, বিরাট-যুবিদের সমবেদনা, প্রার্থনা জানালেন মিতালি-সিন্ধু

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার লেবাননের রাজধানী বেইরুটে ভয়বহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত অন্তত পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় ১০০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত ৪ হাজার মানুষ।

কীভাবে বিস্ফোরণ

কীভাবে বিস্ফোরণ

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন, বেইরুট বন্দরের একটি ওয়্যারহাউসে দুই হাজার ম্যাট্রিক টনের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা ছিল। তার থেকেই বিস্ফোরণ হয়েছে। দুর্ঘটনায় নাশকতার কোন যোগ নেই বলে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিস্ফোরণে ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিস্ফোরণে ভিডিও

মঙ্গলবার থেকেই ভয়াভব বিস্ফোরণের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা দেখে ভারতীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। ক্রিকেটজগৎ থেকে সমবেদনা জানিয়েছেন বিরাট

বিরাট যা লিখলেন

বিরাট যা লিখলেন

বিস্ফোরণে আহত,নিহতদের সমবেদনা জানিয়ে বিরাট কোহলি লিখেছেন, 'লেবাননের মানুষের জন্য প্রার্থনা করছি। বিস্ফোরণের ঘটনা হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী।'

যুবরাজ সিং যা লিখলেন

যুবরাজ সিং যা লিখলেন

বিস্ফোরণের ধ্বংসাত্মক ভিডিও দেখে যুবরাজ টুইটে লিখেছেন, 'আহতদের জন্য আমি প্রার্থনা করছি। ২০২০ সালে এই ধ্বংসলীলা কোথায় থামবে জানা নেই। বিশ্বের এখন নিরাময় প্রয়োজন।'

মিতালি থেকে সিন্ধুর প্রার্থনা

মিতালি থেকে সিন্ধুর প্রার্থনা

দেশের মহিলা ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ ও ব্যাডমিন্টনের সোনার মেয়ে পি ভি সিন্ধু টুইটে সমবেদনা জানিয়ে বিস্ফোরণ দুর্ঘটনার প্রভাবিত মানুষদের জন্যে প্রার্থনা করেছেন।

খারাপ খেলায় নিজেকে বিশ্বাসঘাতক ভেবে বান্ধবীকে ফোন ঘুরিয়ে কেঁদেছিলেন ভারতীয় ক্রিকেটারখারাপ খেলায় নিজেকে বিশ্বাসঘাতক ভেবে বান্ধবীকে ফোন ঘুরিয়ে কেঁদেছিলেন ভারতীয় ক্রিকেটার

English summary
Virat Kohli to P V Sindhu, sports fraternity mourns on devastating beirut explosion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X