For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২৮ শে পা : বার্থ ডে বয় বিরাট কোহলির সম্পর্কে সম্ভবত এই তথ্যগুলি আপনি জানেন না!

আজ বিরাটের জন্মদিন। ২৮শে পা দিলেন বিরাট। বিরাট খেলার সাফল্য নিয়ে অনেকেই কম বেশি জানেন। কিন্তু মানুষ বিরাট সম্পর্কে কিছু অজানা তথ্য জানুন এই প্রতিবেদনে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

দেখতে দেখতে কত সময় কেটে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত খেলোয়াড়ে পরিণত হয়েছেন ডানহাতি প্রাণোচ্ছল বিরাট কোহলি। মাঠে তাঁক আক্রমণাত্মক খেলার ধরণ, মনসংযোগ, দৃঢ়তা এবং জয়ের খিদে বিরাটকে দিনে দিনে সেই খেলোয়াড়ে পরিণত করেছেন যার উপর শুধু ভারতীয় ক্রিকেট দল নয়, সারা ভারত নির্ভর করতে পারে।

আজ বিরাটের জন্মদিন। ২৮শে পা দিলেন বিরাট। কিন্তু তাঁর বয়স কিন্তু সাফল্যের তালিকাকে কোথাও নিয়ন্ত্রণ করে না। এই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৪০ রান করেছেন আর আইপিএল-এ ৯৭৩ রান করেছেন। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করেছে ভারত।

তবে কম বেশি এই পরিসংখ্যান বা তার খেলার সাফল্যের তালিকা সকলেরই জানা। তবে এমন বেশ কিছু তথ্য আছে যা অনেকেই জানেন না। আসুন একঝলকে দেখে নেওয়া যাক বিরাটের বিষয়ে না জানা সেই তথ্য।

তথ্য ১

তথ্য ১

বিরাটের ডাকনাম চিক্কু। এই নামটি অবশ্য তাঁর কোচ অজিত চৌধুরি দিয়েছিলেন।

তথ্য ২

তথ্য ২

ভারতীয় ক্রিকেট দলে তাঁর সহ খেলোয়াড়কে তাঁকে বিরাট নাম নয়, বরং চিক্কু নামেই ডাকে।

তথ্য ৩

তথ্য ৩

মাত্র ১৬ বছর বয়সে প্রথম ট্যাটু করিয়েছিলেন বিরাট। তাঁর কোচ তাঁকে হুমকি দিয়েছিলেন পরের ম্যাচে ফেল করলে তাঁকে ফুল হাতা জার্সি পরতে হবে। কিন্তু কোহলি ম্যাচে ২৩০ রান করেছিলেন।

তথ্য ৪

তথ্য ৪

বিরাট ছোটবেলা থেকে প্রচণ্ড জেদি। তাই কোচের কাছ থেকে চড় না খেলে কোনও কাজ করতে রাজি করানো যেত না বিরাটকে।

তথ্য ৫

তথ্য ৫

বিরাট কোহলির শরীরে মোট ৮টি ট্যাটু রয়েছে। তার মধ্যে সামুরাই ওয়ারিওর ট্যাটুটিই সবচেয়ে পছন্দ বিরাটের।

তথ্য ৬

তথ্য ৬

অনুষ্কাকে ডেট করা বিরাট যে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের বিশাল ভক্ত ছিলেন তা কি আপনি জানতেন?

তথ্য ৭

তথ্য ৭

ছোটবেলা থেকেই প্রচন্ড রাগি ও জেদি বিরাট। কথায় কথায় রেগে যেতেন। তবে বিরাটের পরিবারের ধারণা তার এই আচরণই তাকে সাফল্য পেতে অনেকখানি সাহায্য করেছে।

তথ্য ৮

তথ্য ৮

অবসর সময় মায়ের সঙ্গে রান্নায় সাহায্য করতে খুব পছন্দ করেন বিরাট। আর সেই কারণে বেশ কিছু রেসিপি রান্নাও করতে পারেন তিনি।

তথ্য ৯

তথ্য ৯

২০১২ সালে বিশ্বের সেরা ১০ কেতাদুরস্ত পুরুষের তালিকায় জায়গা পেয়েছিলেন বিরাট কোহলি। এই তালিকায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা।

তথ্য ১০

তথ্য ১০

শাহরুখ খান, রণবীর কাপুর এবং এম এস ধোনিরর পরই ৫৬.৫ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে ব্রান্ড বিরাট কোহলি রয়েছে।

তথ্য ১১

তথ্য ১১

বিরাট ক্রিকেট খেললেও ফুটবল ও টেনিস খেলার খুব ভক্ত। আইএসএল-এ এফসি গোয়ার যুগ্ম মালিক বিরাট। আর ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ-এ ইউএই রয়্যালসের যুগ্ম মালিক তিনি।

English summary
Virat Kohli turns 28 : Incredible Facts About Virat Kohli You Probably Don’t Know!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X