For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভর্তি ইডেন দেখে খুশি হবেন বিরাট, দিন-রাতের টেস্ট নিয়ে মন্তব্য সৌরভের

সোনালী আলোয় মায়াবী ইডেন বরাবারই ভারতীয় ক্রিকেটের মক্কা হিসেবে পরিচিত। একলাখির মর্যাদা খাটো হলেও ঐতিহ্যে যে এতটুকু মরচে পড়েনি, তা মাঠের পরিবেশ দেখেই বোঝা যায়।

  • |
Google Oneindia Bengali News

সোনালী আলোয় মায়াবী ইডেন বরাবারই ভারতীয় ক্রিকেটের মক্কা হিসেবে পরিচিত। একলাখির মর্যাদা খাটো হলেও ঐতিহ্যে যে এতটুকু মরচে পড়েনি, তা মাঠের পরিবেশ দেখেই বোঝা যায়। বহু ইতিহাসের সাক্ষী সেই মাঠেই বসছে দেশের প্রথম আন্তর্জাতিক দিন-রাতের টেস্টের আসর। গোলাপি বলের ক্রিকেটে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে কলকাতায় উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই শেষ ম্যাচের প্রথম তিন দিনের টিকিট। দিন-রাতের টেস্ট উপলক্ষ্যে ইডেন ভরবে বলে আশাবাদী বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

বিরাট খুশি হবেন

বিরাট খুশি হবেন

২২ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে শুরু হচ্ছে দেশের প্রথম দিন-রাতের টেস্ট। তার আগে ম্যাচের প্রথম তিন দিনের টিকিট শেষ বলেই দাবি করেছেন বিসিসিআই সভাপতি তথা ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আশ্বাস, এ মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারত অধিনায়ক বিরাট কোহলি যখন ব্যাট করতে নামবেন, ভর্তি গ্যালারি দেখে তিনি খুশি হবেন বলে জানিয়েছেন মহারাজ।

 ভারত-পাকিস্তান ম্যাচ নয়

ভারত-পাকিস্তান ম্যাচ নয়

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, বিশ্বের যে কোনও প্রান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ নিয়ে আলাদা উন্মাদনা তৈরি হয়। ওই স্টেডিয়াম ভর্তি করার জন্য কোনও প্রচারের প্রয়োজন হয় না। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে গোলাপি বলের টেস্টে দর্শক জোগাড় করতে তাঁদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বলেও জানিয়েছেন মহারাজ। পরিশেষে ম্যাচ ফুল হাউস হতে চলায় সন্তুষ্ট বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

টেস্টের পুনরুজ্জীবন

টেস্টের পুনরুজ্জীবন

ভারতে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ হারাচ্ছেন মানুষ। তা যে খুব একটা ভালো সংকেত নয়, তা মেনে নিয়েছিলেন খোদ টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এবার একই কথা বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বললেন, টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে নতুন কিছু করা প্রয়োজন। দিন-রাতের ফর্ম্যাট টেস্ট ক্রিকেটকে ফের আকর্ষণীয় করবে বলেই বিশ্বাস করেন মহারাজ।

পরিবর্তন মেনে নেওয়া দরকার

পরিবর্তন মেনে নেওয়া দরকার

ইতিমধ্যে অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি ক্রিকেট খেলিয়ে দেশে দিন-রাতের টেস্ট শুরু হয়েছে। এরই ভাবে ভারতেও এই পরিবর্তন আসা প্রয়োজন বলে মনে করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
Virat Kohli will be happy to see full house in Eden Gardens, says Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X