For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির হলটা কী! পরিসংখ্যানে আশঙ্কিত ক্রিকেট প্রেমীরা

বিরাট কোহলির হলটা কী! পরিসংখ্যানে আশঙ্কিত ক্রিকেট প্রেমীরা

  • |
Google Oneindia Bengali News

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়কের রানে খরা দেখে হতাশ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। গত দুই বছরে টেস্টে বিরাট কোহলির ব্যাটিং পারফরম্যান্সের যে গ্রাফ প্রকাশ করেছেন পরিসংখ্যানবিদরা, তা দেখে আশঙ্কিত তো হতেই হয়।

ওয়েলিংটনে ব্যর্থ কোহলি

ওয়েলিংটনে ব্যর্থ কোহলি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২ রান করে আউট হয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ১৯ রানের বেশি করতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট।

দেশের মাটিতে টেস্টে শেষ শতরান

দেশের মাটিতে টেস্টে শেষ শতরান

২০১৯-র শেষে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত দ্বিশতরান করেছিলেন বিরাট কোহলি। গত ডিসেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া দেশের প্রথম গোলপি বলের টেস্টেও শতরান করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেই ১৩৬ রানের ইনিংসই তখন থেকে এখন পর্যন্ত বিরাট কোহলির শেষ শতরান। এরপর ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ২০টি আন্তর্জাতিক ইনিংস শতরানহীন কাটাতে হয়েছে ভারত অধিনায়ককে।

বিদেশের মাটিতে শেষ শতরান

বিদেশের মাটিতে শেষ শতরান

২০১৮ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার পার্থ টেস্টে দুর্দান্ত শতরান করেছিলেন বিরাট কোহলি। তারপর থেকে এখনও পর্যন্ত বিদেশে টেস্টে আর শতরান পাননি ভারত অধিনায়ক। সব মিলিয়ে শেষ ১২টি অ্যাওয়ে টেস্ট ইনিংসে বিরাট তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।

বিরাটের ব্যর্থতা

বিরাটের ব্যর্থতা

পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন যে বিরাট কোহলির কেরিয়ারে প্রথম ব্যাডপ্যাচ আসে ২০১১ সালে। সে বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরে ২৪টি আন্তর্জাতিক ইনিংসে শতরানহীন ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিন বছর পর বিরাটের কেরিয়ারে ফের নিম্নমুখী হয়েছিল গ্রাফ। ২০১৪-র ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক ইনিংসে শতরান ছাড়াই কাটিয়েছিলেন ভিকে। তার মধ্যে ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্টে বিরাটের মাত্র ১৩৪ রান অন্তর্ভূক্ত রয়েছে। তার নিরিখে টিম ইন্ডিয়ার অধিনায়কের চলতি ব্যাডপ্যাচ তালিকার তিন নম্বর স্থানে রয়েছে।

English summary
Virat Kohli will not happy with his overseas form
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X