
৩২ রান দূরে বিরাট
ভারত অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার থেকে আর ৩২ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে বিরাট সেই নজির স্পর্শ করবেন বলেই আশা ক্রিকেট প্রেমীদের। তেমনটা হলে বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

নজিরের মুখে ঋদ্ধিমান
আর এক জন ব্যাটসম্যানকে আউট (স্ট্যাম্প বা ক্যাচ) করতে পারলেই টেস্ট ক্রিকেটে ১০০-এ পৌঁছবেন ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। পঞ্চম ভারতীয় হিসেবে এই নজির গড়বেন ঋদ্ধি।

পূজারার ৫০!
ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে দুটি ক্যাচ ধরতে পারলেই পাঁচ দিনের ক্রিকেটে ৫০জন ব্যাটসম্যান তালুবন্দি করার নজির গড়বেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

ব্র্যাডম্যানকে ছোঁবেন মায়াঙ্ক
এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১২টি টেস্ট ইনিংস খেলেছেন মায়াঙ্ক আগরওয়াল। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে অর্থাৎ ১৩তম ইনিংসে আর ১৪২ রান করলেই টেস্ট ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ হবে মায়াঙ্কের। কেরিয়ারের ১৩টি টেস্ট ইনিংসে একই নজির গড়েছিলেন মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যান।