For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার ওভার হলে কাদের উপর ভরসা রাখবে পঞ্জাব, জানিয়ে দিলেন বীরু


 চলতি আইপিএলে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে প্রীতি জিন্টার দল। হেরেছে মাত্র দু'টি ম্য়াচে।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে প্রীতি জিন্টার দল। হেরেছে মাত্র দু'টি ম্য়াচে। সাত পয়েন্ট থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব। দল ক্রমাগত ভাল পারফরম্যান্স করায় তাই ফুরফুরে মেজাজে দলের ক্রিকেটার থেকে মেন্টর সকলেই।

সুপার ওভার হলে কাদের উপর ভরসা রাখবে পঞ্জাব, জানিয়ে দিলেন বীরু

পঞ্জাবের পাওয়া এই সাফল্যের অধিকাংশ কৃতিত্বের অধিকারী ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। তাঁর মারকাটারি ব্যাটিং, প্রতি ম্যাচে ভরসা জুগিয়েছে পঞ্জাবকে। কিন্তু এই গেইলই দল পেতেন না যদি নিলামের একেবারে শেষ মুহূর্তে তাঁকে দলে না নেওয়ার কথা ভাবতেন পঞ্জাবের মেন্টর বীরেন্দ্র শেহওয়াগ। নজফগড়ের নবাবের বিচক্ষণতায় যে কোনও ভুল ছিল না তা প্রথম থেকেই বুঝিয়ে দেন গেইল। গেইলের পারফরম্যান্সে খুশি তাঁর মেন্টরও।

এক সমর্থকের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের দলের এই তারকার প্রতি তাঁর কতটা বিশ্বাস তা বুঝিয়ে দিলেন বীরু। এক পঞ্জাব সমর্থক জিজ্ঞাসা করেন, যদি সুপার ওভারে কখনও খেলতে হয় তা হলে কাদের উপর ভরসা রাখবেন?

জবাবে শেহওয়াগ বলেন, 'গোটা দলের উপর ভরসা আছে। তবে, সুপার ওভার হলে বোলিং করবেন মুজিব উর রহমান এবং ব্যাটিং করতে নামবেন আমাদের তারকা কেএল রাহুল এবং আমাদের বস ক্রিস গেইল।'
রাহুল এবং গেইল, এই দুই জনই গত বছর পর্যন্ত খেলতেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি পরে, কিন্তু এই মরসুমে এদের দু'জনকেই তুলে নেয় কিংস ইলেভেন পঞ্জাব। ২ কোটি টাকায় গেইলকে পাওয়া গেলেও রাহুলকে দলে নিতে ১১ কোটি টাকা খরচ করে পঞ্জাব কর্তৃপক্ষ।

চলতি আইপিএলে এই দুই ওপেনার এখনও পর্যন্ত এক সঙ্গে খেলেছেন চার বার এবং সেই চারটি ম্যাচে একসঙ্গে ৩২০ রান তোলেন। এখনও পর্যন্ত চলতি আইপিএলে সাতটি ম্যাচ খেলে কেএল রাহুলের ঝুলিতে রয়েছে ২৬৮ রান এবং ক্রিস গেইলের নামের পাশে ৪ ম্যাচে ২৫২ রান। দু'জনের স্ট্রাইক রেট যথাক্রমে ১৭০.৭০ এবং ১৬১.৫৩। গেইলের নামের পাশে আছে ২০১৮ আইপিএলে একটি শতরানও।

অন্য দিকে, সুপার ওভার হলে বোলিংয়ে বীরু যার উপর ভরসা রেখেছেন সেই মুজিবের এটিই প্রথম আইপিএল। ১৭ বছর বয়সী এই লেগ স্পিনার দখলে রয়েছে ৭টি আইপিএল উইকেট। ইকোনমি রেট ৬.৫১। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে শেষ ওভারে ১৭ রান সফল ভাবে ডিফেন্ড করেন মুজিব।

English summary
Virender Sehwag disclose the name of two batsmen whom he would pick in case of super over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X