For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেগ চ্যাপেলের গোপন মেলের খবর সৌরভকে কে জানিয়েছিলেন জানেন! এতদিনে পর্দাফাঁস সেই রহস্যের

গ্রেগ চ্যাপেলের ইমেলের খবর সেইসময়ে ফাঁস হয়ে গিয়েছিল। আর সৌরভকে এই ইমেলের খবর প্রথম জানিয়েছিলেন তাঁর অন্যতম প্রিয় বীরু।

  • |
Google Oneindia Bengali News

২০০৫ সালের জিম্বাবোয়ে সফরের সময় সেইসময়ের ভারতীয় ক্রিকেট দলের কোচ গ্রেগ চ্যাপেল ইমেল করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। গোপন সেই মেলে তিনি আবেদন করেন সেইসময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য।

গ্রেগ চ্যাপেলের গোপন মেলের খবর সৌরভকে কে জানিয়েছিলেন জানেন

গোপন সেই মেলে ঝড় বয়ে যায় ভারতীয় ক্রিকেটে। সেই ধাক্কা সামলাতে সময় লেগেছিল বেশ কয়েকবছর। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে সরিয়ে দেওয়ার চক্রান্ত নিয়ে বারবার ভারতীয় ক্রিকেট তপ্ত হয়েছে।

সেইসময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দল থেকে সরিয়ে দেওয়া হয়। গ্রেগ চ্যাপেলের ইমেলের খবর সেইসময়ে ফাঁস হয়ে গিয়েছিল। আর সৌরভকে এই ইমেলের খবর প্রথম জানিয়েছিলেন তাঁর অন্যতম প্রিয় বীরু। অর্থাত বীরেন্দ্র শেহওয়াগ। এতদিনে সেইকথা ফাঁস করেছেন শেহওয়াগ স্বয়ং।

শেহওয়াগ বলেছেন, জিম্বাবোয়ের সঙ্গে ফিল্ডিংয়ের মাঝে আমি মাঠ থেকে বেরিয়ে আসি। সেটা আমি মাঝে মাঝেই করতাম। আম্পায়ারদের বলতাম পেট খারাপ হয়েছে। মাঠ ছাড়তে হবে। এই বলে সেদিন বেরিয়ে আসি। ড্রেসিংরুমে এসে দেখি গ্রেগ চ্যাপেল কিছু একটা ইমেল করছে। আমি পাশেই বসেছিলাম। কী লিখেছে না দেখলেও বুঝতে পারে বিসিসিআইকে মেল করছেন চ্যাপেল। সঙ্গে সঙ্গে আমি দাদাকে (সৌরভ) বিষয়টি জানাই।

ক্রিকেট নিয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে শেহওয়াগ এই রহস্য এতদিনে ফাঁস করেছেন। বলেছেন, দাদাকে বলি গ্রেগ বিসিসিআইকে কিছু একটা মেল করছে। এবং তা গুরুতর বিষয় নিয়ে।

প্রসঙ্গত, গ্রেগ চ্যাপেলকে সৌরভই কোচ করে নিয়ে এসেছিলেন। পরে তিনিই সৌরভকে সরিয়ে দেন। সচিন তেন্ডুলকর তাঁর আত্মজীবনীতে কুখ্যাত গ্রেগ চ্যাপেল এপিসোডের কথা বলেছিলেন। হরভজন সিং বহুবার বলেছেন, গ্রেগ চ্যাপেল ভারতীয় ক্রিকেটকে শেষ করে দিয়েছেন। জাহির খান বলেছেন, যেকোনও বিষয়কে ব্যক্তিগত স্তরে নিয়ে যেতেন গ্রেগ চ্যাপেল।

English summary
Virender Sehwag informed Sourav Ganguly about Greg Chappell's mail to BCCI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X