For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল ইস্যুতে ধোনি ও কোহলির লিডারশিপের তফাৎ জানালেন সেহওয়াগ

রাহুল ইস্যুতে ধোনি ও কোহলির লিডারশিপের তফাৎ জানালেন সেহওয়াগ

  • |
Google Oneindia Bengali News

সীমিত ওভারে দুরন্ত ফর্মে লোকেশ রাহুল। যারপর ভারতীয় ডানহাতিকে নিয়ে ক্রিকেটমহলে এখন চর্চা তুঙ্গে। ওপেনিং, তিন নম্বরে থেকে পাঁচ! কোহলির দলে একাধিক পজিশনে খেলার ক্ষমতা রাখেন লোকেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রাজকোটে পাঁচ নম্বরে নেমে ৫২ বলে ঝড়ো ৮০ রান করেন। এরপর তাঁকে আগামীদিনে পাঁচ নম্বরেই ব্যাটিং করতে দেখতে চান বলে জানালেন বীরেন্দ্র সেহওয়াগ। তবে সেহওয়াগ এটাও বলেছেন, টি-টোয়েন্টি সামনের কয়েকটা ম্যাচ ফেল করলেই ফের রাহুলকে ঐ জায়গা থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এই নিয়েই ধোনি ও কোহলির ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিলেন নবাব অফ নজফগড়।

সেহওয়াগ যা বলেছেন

সেহওয়াগ যা বলেছেন

ভারতীয় দলের প্রাক্তন তারকা ওপেনার বলেছেন, 'পাঁচ নম্বরে রাহুল চার ম্যাচ ফেল করলেই, বর্তমান টিম ম্যানেজমেন্টে ফের তাঁকে পাল্টে ফেলবে। এটাই ধোনি হলে, রাহুল টানা ব্যর্থ হলেও ওকে ঐ জায়গায় খেলিয়ে যেত। ধোনির ম্যানেজমেন্ট ক্রিকেটারদের অনেক বেশি ব্যাক আপ দিতে জানত। ভারতীয় দলের টপ অর্ডার এখন দারুণ ফর্মে রয়েছে, সেক্ষেত্রে প্যানিক বাটনে চাপ পড়লে সেদিন মিডল অর্ডারকে তরী পার করতে হবে। আর তখন মিডল অর্ডার ফেল করলেও তাঁকে ব্যাক আপ দিতে হবে। প্লেয়ারকে ব্যাক আপ না দিলে, তারা কীভাবে বড় ক্রিকেটার হয়ে উঠবে?'

বীরু আরও যা জুড়লেন

বীরু আরও যা জুড়লেন

এখানেই নিজের উদারহণ টেনেছেন সেহওয়াগ। বলেন, 'আমি নিজে ওপেনিংয়ে আসার আগে মিডল অর্ডারের ব্যাটসম্যান ছিলাম। অনেক ভুল করেছি। যার ফলে দল হেরেছে।তবে এটাও বলব, ডাগআউটে বসে থাকলে কখনও দিনও বড় ক্রিকেটার হয়ে ওঠা হবে না।'

বিরাট যা বলেছেন

বিরাট যা বলেছেন

প্রসঙ্গত রাহুলকে নিয়ে অধিনায়ক বিরাট অবশ্য দারুণ আশাবাদী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষে বিরাট জানিয়েছেন, 'এই মুহূর্তে উইকেটকিপিংয়ে কোনও পরিবর্তন করা হবে না। রাহুল কিপিং করলে সেক্ষেত্রে আমরা একজন শক্তিশালী ব্যাটমস্যানকে পাচ্ছি।'

নিউজিল্যান্ড সফরে টেস্টেও সুযোগ পেতে পারেন রাহুল

নিউজিল্যান্ড সফরে টেস্টেও সুযোগ পেতে পারেন রাহুল

কিউয়ি সফরে সীমিত ওভারের দলে থাকার পর টেস্ট দলে সুযোগ পেয়ে, ফের দেশের জার্সিতে পাঁচ দিনের ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ পেতে পারেন লোকেশ।

English summary
Virender Sehwag reveals difference between Dhoni and Virat management for lokesh rahul issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X