For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁর ব্যাটিং-র অনুপ্রেরণা রামায়ণের কোন চরিত্র, লকডাউনে জানালেন বীরেন্দ্র শেহওয়াগ

তাঁর ব্যাটিং-র অনুপ্রেরণা রামায়ণের কোন চরিত্র, লকডাউনে জানালেন বীরেন্দ্র শেহওয়াগ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় জারি থাকা লকডাউনে ঘরবন্দি রয়েছে দেশের ক্রিকেট মহল। এই দীর্ঘ সময়ে শরীর চর্চা ও পরিবারের সঙ্গে আনন্দ করে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। কেউ নিজের মতো করে খুঁজে নিচ্ছেন আনন্দের মাধ্যম। তারই ফাঁকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ জানালেন তাঁর বিধ্বংসী ব্যাটিং-র রহস্য লুকিয়ে ঠিক কোথায়।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ লক্ষ। মৃত্যু হয়েছে এক লক্ষেরও বেশি মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৩৩০ জনের।

লকডাউনে ঘরবন্দি

লকডাউনে ঘরবন্দি

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ডেকেছিল কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও দেশে সংক্রমণ ঠেকানো যায়নি। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় কেন্দ্রের নির্দেশে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়েছে সরকার। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ঘরবন্দি শেহওয়াগ

ঘরবন্দি শেহওয়াগ

লকডাউনের সময় মানুষকে ঘরবন্দি রাখার সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। সেই উদ্যোগেরই অংশ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেলি-ধারাবাহিক রামায়ণের প্রতি এপিসোডের পুনঃসম্প্রচার। যা দর্শককুলে ফের সাড়া ফেলেছে। ওই অনুষ্ঠানের অন্যতম ভক্ত যে ভারতের সর্বকালের সেরা ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ নিজে, তা জানান দিলেন তিনি নিজে। ঘরবন্দি অবস্থায় তিনি জানালেন যে রামায়ণের কোন চরিত্র তাঁর ব্যাটিং-র অনুপ্রেরণা।

শেহওয়াগের প্রিয় 'অঙ্গদ'

রামায়ণে শ্রী রামচন্দ্রের শান্তিদূত হিসেবে লঙ্কায় গিয়েছিলেন বানর সেনাপতি অঙ্গদ। ভরা সভায় তাঁকে অপমান করেছিলেন রাবণ। লঙ্কা অধিপতির গর্ব ভাঙতে ওই সভায় রাক্ষস কুলের সেনানিদের চ্যালেঞ্জ জানিয়েছিলেন অঙ্গদ। ভরা সভায় কোনও যোদ্ধাই অঙ্গদের ডান পা নাড়াতে পারেননি। ছোটবেলায় টিভিতে দেখা রামায়ণের ওই দৃশ্য দেখেই ব্যাটিং-এ অনুপ্রেরণা পান বীরেন্দ্র শেহওয়াগ। সেই দৃশ্যের ছবি টুইট করে বীরু লিখেছেন, 'প্যায়র হিলানা মুশকিলই নেহি, নামুমকিন হ্যায়। অঙ্গদ জি রকস।'

করোনার প্রভাব: ময়দানের ঐতিহ্যের বারপুজোতে ধাক্কা, মোহন-ইস্ট ক্লাবে বন্ধ থাকছে বারপুজোকরোনার প্রভাব: ময়দানের ঐতিহ্যের বারপুজোতে ধাক্কা, মোহন-ইস্ট ক্লাবে বন্ধ থাকছে বারপুজো

English summary
Virender Sehwag revils his inspiration behind batting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X