For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গম্ভীরকে ধরে না রেখে ঠিক করেছে কেকেআর, বীরুর স্টেপ আউট মন্তব্য

আইপিএল নিলামের আগে ফ্রাঞ্চাইজিদের দল গঠন নিয়ে অভিজ্ঞ মত দিলেন বীরু পাজি।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

আইপিএলের নিলাম এগিয়ে আসছে। মিলিয়ন ডলার বেবি-কে ঘিরে উৎসাহ সব মহলে। ইতিমধ্যেই প্লেয়ার রিটেনশানের পর্ব পেরিয়ে গেছে। বেশ কিছু হেভিওয়েট দল নিজেদের নিউক্লিয়াসটা ধরে রাখতে আগ্রহ দেখিয়েছেন। এই অবস্থায় তারকা ক্রিকেটাররা নিজেদের অভিজ্ঞ মতামত রাখছেন। পিছিয়ে নেই বীরেন্দ্র শেওয়াগও।

গম্ভীরকে ধরে না রেখে ঠিক করেছে কেকেআর, বীরুর স্টেপ আউট

নজফগড়ের নবাবের মতে প্রতিটা দল একদম ঠিক প্লেয়ার ধরে রেখেছে। বিশেষত মুম্বই ও চেন্নাই। ধোনি-রায়না- জাদেজাকে ধরে রেখেছে চেন্নাই। বেঙ্গালুরু ধরে রেখেছে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শরফরাজ খানকে। শেওয়াগের মতে তাঁরা দলের নিউক্লিয়াসে সেরা প্লেয়াদের ধরে রাখতে চেয়েছে ফ্রাঞ্চাইজিরা।

বীরু আরও বলেছেন, এরপর নিলামে রাইট টু ম্যাচ কার্ডে -র ওপর দল অনেকটা নির্ভর করবে। নিজেদের বাজেটে সেই সব ক্রিকেটাররা আসবেন কিনা তা নিয়েও একটা চ্যালেঞ্জ থাকবে।

কেকেআর গম্ভীরকে ধরে রাখেনি এই সিদ্ধান্তে একেবারেই আশ্চর্য নন শেওয়াগ। দিল্লির সতীর্থর মতে হয়ত নাইটরা নিলামে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে গৌতম গম্ভীরকে তুলে নেওয়ার প্ল্যানিং করেছে। আমার মনে হয় কেকেআরের জন্য আন্দ্রে রাসেল ও সুনীল নারিন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাই দেশীয় প্লেয়ারদের রাইট টু ম্যাচ কার্ডে তুলে নিতে চাইছে কেকেআর থিঙ্কট্যাঙ্ক।

আরসিবি ১৭ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে ধরে রেখেছে। তবে এত চমকাচ্ছেন না বীরেন্দ্র সেওয়াগ। তিনি জানিয়েছেন বিরাট কোহলি নিলামে এলে আরও বেশি টাকা পেতেন তিনি।

সিএসকে মূল প্লেয়ারদের ধরে রাখলেও দল তৈরির বড় চ্য়ালেঞ্জ থাকবে তাদের সামনে। কারণ রাইট টু ম্যাচ কার্ড দিয়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি নিজেদের সেরা প্লেয়ারদের ধরে রাখার চেষ্টা করবে। সেই চ্যালেঞ্জ সামনে রেখেই তাদের দল গড়তে হবে।

আইপিএল বিষয়টাই উত্তেজনাদায়ক। যেহেতু আটটা দল রয়েছে। তাই কোনও আটটা দল খেললে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে হবে না। আইপিএলে বিশ্বমানের টুর্নামেন্ট। যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলে, পাশাপাশি দেশের সব ক্রিকেটাররাও খেলে। ফলে ফর্মাটটা প্রচন্ড আনন্দদায়ক। দলের নাম পার্থক্য তৈরি করে না এমনটাই সিএসকে ও রাজস্থান রয়ালসের ফেরা নিয়ে মন্তব্য করেছেন নজফগড়ের নবাব।

English summary
Virender Shewag is not amazed with KKR's decision not retain Gautam Gambhir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X