For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল থেকে চিরতরে বিদায় ঘটুক ভিভোর, এবার দাবি স্বদেশীদের

আইপিএল থেকে চিরতরে বিদায় ঘটুক ভিভোর, এবার দাবি স্বদেশীদের

  • |
Google Oneindia Bengali News

অবশেষে ভারত-চিন সীমান্ত বিতর্কের প্রভাব পড়েছে আইপিএলে। বিসিসিআই না চাইলেও দীর্ঘ টালবাহানার পর টুর্নামেন্টের চলতি সংস্করণের টাইটেল স্পনসরারের দায়িত্ব ছেড়েই দিল ভিভো। তাতে খুশি হলেও সন্তুষ্ট নয় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ। বিসিসিআই-এর কাছে আরও কিছু দাবি রাখল তারা।

স্বদেশী মঞ্চের দাবি

স্বদেশী মঞ্চের দাবি

আইপিএলের চলতি মরশুমের টাইটেলল স্পনসরশিপ ছেড়ে দিয়েছে চিনা সংস্থা ভিভো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ। তবে এটুকুতে সন্তুষ্ট হয়নি তারা। চিনা সেনার হাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার ঘটনার প্রেক্ষিতে আইপিএলের সঙ্গে ভিভোর চিরতরে সম্পর্ক ছেদ চেয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ। সেটাই শি জিংপিং-এর দেশের মুখে থাপ্পড় হবে বলে তাদের দাবি।

সরে দাঁড়াল ভিভো

সরে দাঁড়াল ভিভো

চিনের সঙ্গে সীমান্ত সমস্যা চওড়া হওয়া সত্ত্বেও চলতি আইপিএলে ভিভোকেই টাইটল স্পনসরার রাখার সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছিল বিসিসিআই। যদিও এতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ঘরে-বাইরে চাপও বাড়তে থাকে। শেষমেশ বিসিসিআই কিছু না জানালেও ভিভো চলতি মরশুমের আইপিএল থেকে নিজেদের সরিয়েই নেয়।

সমস্যায় বিসিসিআই

সমস্যায় বিসিসিআই

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। তার আগে ভিভোর সরে যাওয়ার আকস্মিকতায় কিছুটা হলেও বেসামাল হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন টাইটেল স্পনসরারের খোঁজে টেন্ডার ডাকতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। আগামী তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

ভিভোর সঙ্গে চুক্তি

ভিভোর সঙ্গে চুক্তি

আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। পাঁচ বছরের চুক্তিতে বিসিসিআই-কে প্রতি বছর ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার।

আইপিএল ২০২০ : বিসিসিআইয়ের কোয়ারেন্টাইন বিধি অনেকটা এমনই হতে পারেআইপিএল ২০২০ : বিসিসিআইয়ের কোয়ারেন্টাইন বিধি অনেকটা এমনই হতে পারে

English summary
VIVO should be permanently removed from IPL, says Swadeshi Jagran Manch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X