For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিংহ হৃদয় মহারাজকে কুর্নিশ, ভেরি ভেরি স্পেশালের অসাধারণ টুইটে ঘায়েল সোশ্যাল মিডিয়া

সিংহ হৃদয় মহারাজকে কুর্নিশ, ভেরি ভেরি স্পেশালের অসাধারণ টুইটে ঘায়েল সোশ্যাল মিডিয়া

  • |
Google Oneindia Bengali News

সিংহ হৃদয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ তথা কিংবদন্তি ভিভিএস লক্ষ্ণণ। লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়ানোর ছবি পোস্ট করে বিসিসিআই সভাপতিকে নিয়ে দুর্দান্ত একটি টুইট করেছেন ভেরি ভেরি স্পেশাল। মহারাজকে আবেগপ্রবণ, সাহসী এবং সোজাসাপ্টা চরিত্রের মানুষ বলে আখ্যা দিয়েছেল লক্ষ্মণ।

ল্যাকমে ফ্যাশন উইক

ল্যাকমে ফ্যাশন উইক

মুম্বইয়ে ল্যাকমে ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালের শো স্টপার করিনার দিক থেকে যেন চোখ সরানোই যাচ্ছিল না। অনিত ডোংরার কালেকশনে দেখা গেল করিনাকে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্ব

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্ব

২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে আসে বৈপ্লবিক পরিবর্তন। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দেন মহারাজ। ৭৬টি ম্যাচ জেতে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জেতে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় আসে বিদেশের মাটিতে। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড।

ফিরে দারুণ লাগছে

ফিরে দারুণ লাগছে

অনুষ্ঠানের পর করিনা বলেন, "আমি কাজ ও আমার ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য রেখে চলতে জানি। ফিরে এসে দারু লাগছে। আমি আগেও বলেছি গর্ভবতী হওয়া মানে অসুখ নয়, আমি আগেও র‌্যাম্পে হেঁটেছি, এখনও হাঁটছি কারণ আমার ভাল লাগে।"

ঐতিহাসিক ন্যাটওয়েস্ট

ঐতিহাসিক ন্যাটওয়েস্ট

ইংল্যান্ডকে তাদের গড়ে হারিয়ে ঐতিহাসিক লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন সিংহ হৃদয় মহারাজ। সেই ছবি এখনও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ভারতের ক্রিকেট প্রেমীরা। সেই মুহূর্তেই চিরাচরিত প্রথা ভেঙে ভারতীয় ক্রিকেট স্বাবলম্বী হয়েছিল বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

চেহারা বিগড়েছে

চেহারা বিগড়েছে

এর আগে একটি অনুষ্ঠানে করিনা বলেছিলেন, "আমি জানি অনেকেই ভাবে আমার চেহারা ভারিক্কি হয়ে গিয়েছি, আশেপাশে ত্বণ্বী মডেলরা রয়েছে, কিন্তু আমার মনে হয় এটা করার জন্য সাহস ও আত্মবিশ্বাসের দরকার। আমার মনে হয় সেটা আছে।"

লক্ষ্মণের টুইট

একদিন আগে সচিন তেন্ডুলকর ও অনিল কুম্বলেকে লেজেন্ড বলে সম্বোধন করে টুইট করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। এবার দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে টুইট করলেন ভেরি ভেরি স্পেশাল। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়াচ্ছেন সৌরভ, পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি - সেই ছবি পোস্ট করে লক্ষ্মণ বলেছেন, আবেগ প্রবণ সৌরভ অন্যের আবেগকে সম্মান দিতে জানেন। সোজাসাপ্টা এই মানুষের হৃদয়ও মস্ত বড় এবং জলের মতো স্বচ্ছ বলে জানিয়েছেন ভিভিএস।

মাতৃত্বের স্বাদ আমার জীবনের সেরা সময়

মাতৃত্বের স্বাদ আমার জীবনের সেরা সময়

মাতৃত্বের স্বাদ আমার জীবনের সেরা সময়, মাত্র ৪৬ দিন হয়েছে, তাই এখনই তকী পরিবর্তন এসেছে বলতে পারব না, আমার হৃৎস্পন্দন এখন আর আমার মধ্যে হয় না, অন্য একটা ছোট্ট শরীরে সেই হৃৎস্পন্দন আমি অনুভব করি। নিজের সন্তানের দিকে তাকালে সেটা বোঝা যায়।

যুবনীতি

যুবনীতি

ভিভিএস লক্ষ্মণের কথায়, টিম ইন্ডিয়ায় যুবনীতি আমদানি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর হাত ধরে ভারতীয় দলে ঢোকা তরুণ ক্রিকেটাররাই মহীরূহ হয়ে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছিলেন বলে দাবি ভেরি ভেরি স্পেশালের।

ছেলের নাম তাইমুর রাখা নিয়ে

ছেলের নাম তাইমুর রাখা নিয়ে

"আমি বুঝতে পারছি না কেন লোকজন এই নামটাকে এত ব্যক্তিগত হিসাবে নিচ্ছে। আমাদের এই নামটা পছন্দ ছিল পরিবারের পছন্দ ছিল ব্যস। কোনও জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে এর কোনও মিল নেই। আমাদের এই নামটার মানে খুব আকৃষ্ট করেছিল।"

ছবিতে দেখুন স্ত্রী ও বন্ধুদের নিয়ে আম্ফান সাহায্যে মানুষের পাশে তারকা গোলকিপার শিল্টনছবিতে দেখুন স্ত্রী ও বন্ধুদের নিয়ে আম্ফান সাহায্যে মানুষের পাশে তারকা গোলকিপার শিল্টন

English summary
VVS Laxman praises the effort of Sourav Ganguly to build new Team India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X