For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হতাশ করছেন পন্থ, ম্যানেজমেন্টের এখন কী করা উচিত, পরামর্শ দিলেন লক্ষ্মণ

শুরুর দিকে তাঁকেই ধোনির উত্তরসূরি বলে রব তুলেছিল ক্রিকেটমহল। সেই উত্তরসূরিই এখন চূড়ান্ত ব্যর্থ। ব্যাটে বিরাটকে একেবারেই ভরসা দিতে পারছেন না পন্থ। নির্বাচকদের কাছে পন্থ এখন সমস্যায় পরিণত হয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

শুরুর দিকে তাঁকেই ধোনির উত্তরসূরি বলে রব তুলেছিল ক্রিকেটমহল। সেই উত্তরসূরিই এখন চূড়ান্ত ব্যর্থ। ব্যাটে বিরাটকে একেবারেই ভরসা দিতে পারছেন না পন্থ। নির্বাচকদের কাছে পন্থ এখন সমস্যায় পরিণত হয়েছেন। প্রতিভার দিক থেকে তাঁকে নিয়ে কোনও প্রশ্ন নেই, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে সরে আসতে না পারাতেই প্রতি ম্যাচেই অল্প রানে সাজঘরে ফিরছেন। যেমনটা ফিরলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে।

ট্রাম্পের পদ গ্রহণ

ট্রাম্পের পদ গ্রহণ

বিনীতভাবে আমি রিপাবলিকান পার্টির দেওয়া মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী পদ গ্রহণ করলাম। এক বিবৃতিতে একথা জানালেন ডোনাল্ড ট্রাম্প।

পন্থের আউট

পন্থের আউট

বেঙ্গালুরুতে সিরিজে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্রিজে ধীরে ধীরে সেট হওয়ার মুহূর্তে ১৯ রানে (২০ বল খেলে) উইকেট ছুঁড়ে দিয়ে আসেন পন্থ। যা দেখে ফের তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে চার নম্বর জায়গায় আদৌ তিনি যোগ্য প্রার্থী কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠছে।

কেজরি যাচ্ছেন উনা

কেজরি যাচ্ছেন উনা

গুজরাতের উনায় হওয়া ঘটনায় পীড়িতদের দেখতে এদিন সেখানে যাওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

পন্থকে নিয়ে কী বললেন লক্ষ্মণ

পন্থকে নিয়ে কী বললেন লক্ষ্মণ

এবার পন্থকে নিয়ে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ। প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বলেছেন, 'ম্যানেজমেন্টের উচিত পন্থকে পাঁচ নম্বরে ব্যবহার করা। পন্থ আদৌতে বিস্ফোরক ব্যাটসম্যান। চার নম্বরে পন্থ অনেকগুলো সুযোগ পেল। কিন্তু সফল হতে পারেনি। তবে এখনই ওর মতো প্রতিভাকে ছেঁটে ফেলাটা বোকামো হবে। পাঁচ নম্বর বা ছয় নম্বরে ওকে সুযোগ দেওয়া উচিত।'

কাশ্মীরে জারি কার্ফু

কাশ্মীরে জারি কার্ফু

এই নিয়ে টানা ১৪ দিন কাশ্মীর উপত্যকার ১০টি জেলার সবকটিতে কার্ফু জারি রয়েছে। পরিস্থিতি শান্ত না হলে অনির্দিষ্টিকালের জন্য কার্ফু চলতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

একনজরে পন্থের সাম্প্রতিক সময়ে রান

একনজরে পন্থের সাম্প্রতিক সময়ে রান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ০ রান,
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ও তৃতীয় ম্যাচে ৬৫ রান
ক্যারিবিয়ান সফরে ওডিআই সিরিজে সংগ্রহ ২০ ও ০ রান।
ক্যারিবিয়ান সফরে প্রথম টেস্টে সংগ্রহ ২৪ ও ৭,
দ্বিতীয় টেস্টে সংগ্রহ ২৭ রান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংগ্রহ ৪ রান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে সংগ্রহ ১৯ রান।

মৃতদের পরিবারের পাশে মুফতি

মৃতদের পরিবারের পাশে মুফতি

উপত্যকায় সেনা সংঘর্ষে মৃত কাশ্মীরিদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

কৃষককে তদন্তের নামে চাপ পাড়ুই থানার ওসির

কৃষককে তদন্তের নামে চাপ পাড়ুই থানার ওসির

ফের নবান্ন-য় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ বীরভূমের কৃষক মিঠুন গড়াই। এবার তাঁর অভিযোগ, পাড়ুই থানার ওসি তদন্তের নামে তাঁর উপরে চাপ সৃষ্টি করছেন। এর আগে স্থানীয় বাতিকর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ-প্রধানের বিরুদ্ধে চাষে তোলাবাজির অভিযোগ তুলে নবান্ন-য় চলে যান বীরভূমের কুড়মিঠা গ্রামের বাসিন্দা মিঠুন। মুখ্যমন্ত্রীর দফতরের উদ্যোগে বৃহস্পতিবারই তিনি পাড়ুই থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে এদিন ওসির বিরুদ্ধে অভিযোগ এনেছেন এই কৃষক।

পলাতক দয়াশঙ্কর

পলাতক দয়াশঙ্কর

বিএসপি নেত্রী কুমারী মায়াবতীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার অভিযোগে বহিষ্কৃত বিজেপি নেতা দয়াশঙ্কর সিং পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে ধরতে পারেনি পুলিশ। উল্টে বিএসপি সমর্থকদের বিরুদ্ধে থানায় পাল্টা এফআইআর দায়েরের হুমকি দিয়েছে দয়াশঙ্করের পরিবার।

মোদীর পাশে নায়েক

মোদীর পাশে নায়েক

নরেন্দ্র মোদীই একমাত্র প্রধানমন্ত্রী যিনি নিজের শাসনের প্রথম দু'বছরে এতগুলি মুসলিম দেশে সফর করেছেন। এর ফলে এদেশেও হিন্দু-মুসলমান সম্পর্ক উন্নত হবে। প্রধানমন্ত্রীর এমন মহৎ উদ্দেশ্যে তিনি তাঁর পাশে রয়েছেন তিনি বলে মন্তব্য করেছেন বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক।

জাকির নায়েকের সহযোগী গ্রেফতার

জাকির নায়েকের সহযোগী গ্রেফতার

বিতর্কিত ইসলামিক ধর্ম প্রচারক জাকির নায়েকের এক সহযোগী আর্শিদ কুরেশিকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা ও কেরল পুলিশের একটি যৌথ পুলিশের দল।

কাশ্মীর নিয়ে সুপ্রিম কোর্টে

কাশ্মীর নিয়ে সুপ্রিম কোর্টে

জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। সেখানে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি হোক বলে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন এক ব্যক্তি। ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ, জম্মু ও কাশ্মীর উচ্চ আদালতে গিয়ে মামলা করতে কারণ রাজ্য়ের পরিস্থিতি তাঁরাই ভালো বলতে পারবেন।

ভগবন্ত মানকে সমন অধ্যক্ষের

ভগবন্ত মানকে সমন অধ্যক্ষের

সংসদের নিরাপত্তা ফাঁস করার অভিযোগে আম আদমি পার্টি সাংসদ ভগবন্ত মানের বিরুদ্ধে সংসদে সরব হলেন বিভিন্ন দলের সাংসদরা। সংসদের দুটি কক্ষেই সরব হন সাংসদরা। এই আপ সাংসদকে অবিলম্বে সাংসদ পদ থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে বিজেপি। ঘটনা শুনে ভগবন্ত মানকে সমন পাঠিয়েছেন স্পিকার সুমিত্রা মহাজনও।

মানের ক্ষমা

মানের ক্ষমা

ভিডিও বিতর্কে চিঠি লিখে লোকসভার অধ্যক্ষের কাছে ক্ষমা চাইলেন আপ বিধায়ক ভগবন্ত মান। ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন তিনি।

English summary
VVS Laxman says, as Rishabh Pant not able to succeed at No.4, he should bat at 5 or 6
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X